ফ্রিস্কিং, বায়োমেট্রিক-সহ পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থার জন্য ই-টেন্ডার ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২৩-এর ডিসেম্বর মাসে নেওয়ার টেটের ফল প্রকাশ এখনও করতে পারিনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার মধ্যেই নতুন করে ফের টেট নেওয়ার প্রস্তুতি শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ? শুরু জল্পনা।
advertisement
২০২৩ নেওয়া টেটের ফল প্রকাশ করতে পারেনি বলে নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু করতে পারেনি পর্ষদ। তার মধ্যেই নতুন করে টেট নেওয়ার ফের জল্পনা। হিসাব বলছে, ২০২২ সালের টেট-এর ফল প্রকাশিত হলেও, পর্ষদের তরফে শূন্য আসনের তালিকা সংক্রান্ত তথ্য প্রকাশ হয়নি, সংশ্লিষ্ট পদে নিয়োগই শুরু হয়নি। পর্ষদ অবশ্য এ জন্য ওবিসি সংরক্ষণ জটিলতাকেই দায়ী করেছে।
আরও পড়ুন: ট্রেনে কোন ‘ফল’ নিয়ে উঠলে হতে পারে ‘জেল’ জানেন…? শুনলেই চমকাবেন ‘নাম’!
দু’বছর পর টেট-এর প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নিরাপত্তা সংক্রান্ত ই-টেন্ডার ডাকা হয়েছে। মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফ্রিস্কিং, বায়োমেট্রিক-সহ পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে থাকে পর্ষদ। সেই লক্ষ্যেই এই দরপত্র আহ্বান করা হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, শীঘ্রই টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজিত হতে চলেছে।