TRENDING:

Primary TET: সব De.El.Ed কলেজে এ বছর থেকেই বন্ধ অফলাইন অ্যাডমিশন! বড় পদক্ষেপের কথা জানাল পর্ষদ

Last Updated:

Primary TET: প্রাথমিক শিক্ষকতা করার জন্য অন্যতম যোগ্যতা হিসেবে De.El.Ed প্রশিক্ষণ বাধ্যতামূলক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নতুন পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। রাজ্যের সব De.El.Ed কলেজে এবছর থেকেই বন্ধ হতে চলছে অফলাইন অ্যাডমিশন। কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৪৪ টি সরকারি এবং প্রায় ৬০০-র ওপর বেসরকারি De.El.Ed কলেজে কোনও অফলাইন অ্যাডমিশন হবে না। জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনকী মেধাতালিকাও প্রকাশিত হবে অনলাইনে। আদালতে জানাল পর্ষদ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে এই নতুন প্রক্রিয়ার কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রাইমারি টেট নিয়ে বড় সিদ্ধান্ত
প্রাইমারি টেট নিয়ে বড় সিদ্ধান্ত
advertisement

প্রাথমিক শিক্ষকতা করার জন্য অন্যতম যোগ্যতা হিসেবে De.El.Ed প্রশিক্ষণ বাধ্যতামূলক। প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষায় অংশগ্রহণ করতে হলেও প্রথমে দুই বছরের ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হয়। এবার ডিএলএড কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা প্রকাশ করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। এর ফলে কলেজগুলির হাতে যথেষ্ট ভাবে টাকা নিয়ে ভর্তি করা কিছুটা হলেও বন্ধ করা যাবে বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: এটি কী প্রাণী বলতে পারবেন? থ বিজ্ঞানীরাও, আসল সত্য বেরিয়ে আসতেই আকাশ থেকে পড়ল সকলে

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) ডি এল এড কোর্সে ভর্তির অনিয়ম বন্ধ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। পর্ষদের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে কেবলমাত্র অনলাইনে ভর্তি শুরু হয়েছে। অফলাইনে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করবে পর্ষদ। এখন ডি এল এড পরীক্ষার সমস্ত দায়িত্বভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলেজগুলি শুধু পরীক্ষা গ্রহণের ব্যবস্থাপনা করবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে মোট ৬৫৬ টি De.El.Ed কলেজ রয়েছে। এর মধ্যে ৪৪ টি কলেজ সরকারি এবং বাকিগুলি বেসরকারি।

advertisement

আরও পড়ুন: মহিলার গোপনাঙ্গে ধাতব শব্দ! বনগাঁর সীমান্তে যা উদ্ধার হল, চক্ষু চড়কগাছ সকলের

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ইতিমধ্যে De.El.Ed- এর দ্বিতীয় পর্বের ভর্তির প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবারের মোট শূন্য আসন ৪৫ হাজার। আবেদনপত্র জমা পড়েছে ৫০ হাজারের কাছাকাছি। সমস্ত শূন্য পদ পূরণ না হলে আবার আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে এমনটাই পর্ষদ সূত্রের খবর। এই পরিস্থিতিতে হাইকোর্টে বড়সড় পদক্ষেপের কথা জানাল পর্ষদ।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Primary TET: সব De.El.Ed কলেজে এ বছর থেকেই বন্ধ অফলাইন অ্যাডমিশন! বড় পদক্ষেপের কথা জানাল পর্ষদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল