কী আইন রয়েছে ডিপিএসসি চেয়ারম্যানরা অ্যাডভাইজারি পাওয়ার পর বিজ্ঞপ্তি প্রত্যাহার করল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে ডিপিএসসি চেয়ারম্যানদের সমন্বয়ের অভাব। নাকি বিদ্যালয় শিক্ষা দফতর এবং পর্ষদের আইনকে মান্যতা না দেওয়া।
আরও পড়ুন: জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ ২০২৫-এর দিনক্ষণ ঘোষণা, কারা পাবেন এই বৃত্তি? যোগ্যতা-ফি বিশদে জানুন
বাম আমলে নিয়ম ছিল প্রত্যেকটি জেলা ডিপিএসসি চেয়ারম্যানরা নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণ করত, সেই জেলার আবহাওয়া বা সার্বিক পরিস্থিতি কী রয়েছে তার ওপর ভিত্তি করে। বর্তমানে সেই নিয়মের পরিবর্তন ঘটেছে বলে দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের। পর্ষদের আইন অনুযায়ী জেলায় অতিরিক্ত গরম থাকলে বা অন্য কোনও অসুবিধা থাকলে তা আগে পর্ষদকে জানাতে হবে ডিপিএসসিদের।
advertisement
পর্ষদ তা পাঠাবে বিদ্যালয় শিক্ষা দফতরের কাছে। বিদ্যালয় শিক্ষা দফতর তা বিবেচনা করে পর্ষদকে অ্যাডভাইজারি দেবে। পর্ষদ সেই অ্যাডভাইজারি জেলাগুলিকে জানাবে। কিন্তু এ বছর গরমের ছুটির আগে ও পরে সেই নিয়মই ভঙ্গ হল একাধিক জেলাতে।
গরমের ছুটির আগে একইভাবে পর্ষদকে বিজ্ঞপ্তি দেওয়া দিতে হয়েছিল। আর পরেও একই বিজ্ঞপ্তি পুনরায় দিতে হল। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “পর্ষদ এবং জেলার ডিপিএসসিগুলির সঙ্গে সমন্বয় রেখে ইউনিফরমানিটি ভাবে কাজ করতে চাই। আইনের বাইরে কেউ না।”
সোমরাজ বন্দ্যোপাধ্যায়