জানা গিয়েছে, পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় অত্যাধিক গরমের জন্য সমস্যায় পড়ছেন প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। দুপুরে স্কুল করতে সমস্যা হচ্ছে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের। তাই সব প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য সকাল ৬:৩০ থেকে সকাল ৯টা পর্যন্ত ক্লাস করার অনুমতি চেয়ে রাজ্যকে চিঠি লিখল পর্ষদ।
আরও পড়ুন: বাংলাদেশের এ কী অবস্থা…লজ্জার একশেষ! রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকেও ছাড়ল না
advertisement
অন্যদিকে, অত্যাধিক গরমের জন্য আগামিকাল ও পরশু সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পার্বত্য এলাকা বাদে সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাইমারি থেকে শুরু করে সব স্কুল বন্ধ। জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৩.০৬.২৫ এবং ১৪.০৬.২৫ তারিখে রাজ্যের (পার্বত্য এলাকা ব্যতীত) সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিখন কার্যক্রম স্থগিত রাখা হবে। সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদন জানানো হয়েছে বেসরকারি স্কুলগুলিকেও৷