Bangladesh News: বাংলাদেশের এ কী অবস্থা...লজ্জার একশেষ! রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকেও ছাড়ল না
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
Rabindranath Tagore’s House Vandalised in Bangladesh: জাদুঘরের তত্ত্বাবধায়ক মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং ‘অনিবার্য পরিস্থিতি’র কারণে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথের কাছারিবাড়ি৷
advertisement
advertisement
বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক পৈতৃক কাছারিবাড়ি৷ যা বর্তমানে একটি মিউজিয়াম৷ সাধারণ মানুষ সেখানে কবিগুরু ও ঠাকুর পরিবারের ব্যবহৃত ঘর, জিনিসপত্র দেখতে যায়৷ সেখানেই মিউজিয়ামের সেখানেই ঘটল সেই অনাকঙ্ক্ষিত ঘটনা৷ চলল তাণ্ডব, হল ভাঙচুর৷ ঠিক কী ঘটেছিল জানেন?বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক পৈতৃক কাছারিবাড়ি৷ যা বর্তমানে একটি মিউজিয়াম৷ সাধারণ মানুষ সেখানে কবিগুরু ও ঠাকুর পরিবারের ব্যবহৃত ঘর, জিনিসপত্র দেখতে যায়৷ সেখানেই মিউজিয়ামের সেখানেই ঘটল সেই অনাকঙ্ক্ষিত ঘটনা৷ চলল তাণ্ডব, হল ভাঙচুর৷ ঠিক কী ঘটেছিল জানেন?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বাংলাদেশের রাজশাহী বিভাগের শাহজাদপুরে অবস্থিত, কাছারিবাড়িটি ঠাকুর পরিবারের একটি ঐতিহাসিক বাসভবন এবং প্রাক্তন রাজস্ব অফিস উভয়ই। রবীন্দ্রনাথ ঠাকুর এই এস্টেটে যথেষ্ট সময় কাটিয়েছিলেন, যেখানে তিনি তাঁর অনেক বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেছিলেন। তখন থেকে এই প্রাসাদটি কবির জীবন ও উত্তরাধিকারের প্রতি নিবেদিত একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান এবং জাদুঘর হিসাবে সংরক্ষিত রয়েছে। ঘটনায় নিন্দার ঝ়ড় উঠেছে দেশে বিদেশে সর্বত্র৷ বিশেষ করে জায়গাটির সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে৷