এই কলেজগুলি থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এমনটাই ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে ১৮ অক্টোবরের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই পর্ষদের আধিকারিকদের দাবি। যদিও এই বৈঠক কেন তা নিয়ে বিস্তারিত তথ্য ডিএলএড কলেজের প্রিন্সিপালদের দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় এত সংখ্যক কলেজে প্রিন্সিপালদের সশরীরে বৈঠকের নজির নেই বলে দাবি করছেন আধিকারিকদের একাংশ। সেক্ষেত্রে আগামী সপ্তাহের মঙ্গলবারের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
advertisement
আগামী দিনে d.el.ed কলেজগুলি কী ভাবে পরিচালিত হবে তা নিয়ে রূপরেখা তৈরি করে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি বিভিন্ন সময় ডিএলএড কলেজগুলি নিয়ে যে অভিযোগ ওঠে সেই প্রেক্ষিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা ওই দিনের বৈঠকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সিলেবাস নিয়ে কী ভাবছে সেই বিষয়ে বেশ কিছু গাইডলাইন দেওয়া হতে পারে ওই বৈঠকে।
ছাত্র ভর্তি নিয়মবিধি নিয়েও কিছু পরামর্শ দেওয়া হতে পারে এই বৈঠকে। সাম্প্রতিক সময় ডি এল এড কলেজগুলির পরিচালনরত পদ্ধতি-সহ বিভিন্ন বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। মনে করা হচ্ছে আগামী সপ্তাহে মঙ্গলবারের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ এই বিষয় নিয়ে দেওয়া হতে পারে। প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই টেটের আবেদনপত্র দিতে শুরু করেছে।
আরও পড়ুন : অবিশ্বাস্য! শরীর ও মনে যে প্রভাব ফেলে 'ভালোবাসা'! চরম সমীক্ষায় তোলপাড়
পাশাপাশি নিয়োগের প্রক্রিয়ার জন্য আবেদন করা যাবে আগামী ২১শে অক্টোবর থেকে। ১১ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে তার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে। ইতিমধ্যেই তা বিজ্ঞপ্তি আকারে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সবমিলিয়ে আগামী সপ্তাহের এই ডিএলএড কলেজের প্রিন্সিপালদের নিয়ে বৈঠক যে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তাতে কোন সন্দেহ নেই।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়