পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকা , পরীক্ষা চলাকলীন অবস্থা, বায়োমেট্রিক অ্যাটেনডেন্স এর পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি হওয়ার এই সমস্ত ছবি লাইভে আসবে পর্ষদের কাছে। সাধারণত নিট,জে.ই.ই এর মত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি এই ভাবেই পরিচালিত করা হয়। সেই ধাঁচেই পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: TET 2022: টেট পরীক্ষার্থীদের সুবিধায় বাড়তি মেট্রো, অতিরিক্ত ট্রেন চালাবে রেলও
advertisement
পর্ষদের কেন্দ্রীয় কন্ট্রোলরুমে ২৪ ঘন্টা ব্যাপী চলবে এই নজরদারি ব্যবস্থা। এর জন্য একাধিক মনিটর লাগানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কন্ট্রোলরুমে। যার মাধ্যমে লাইভ কভারেজে পর্ষদ সরাসরি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নজর রাখতে পারবেন।
কোন পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হলে তার তথ্যও পর্ষদের কাছে তৎক্ষণাৎ চলে আসবে। এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন "আমরা স্বচ্ছ ভাবে পরীক্ষা পরিচালনা করতে চাই। এই ব্যবস্থা নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে পরীক্ষা ব্যবস্থা কে পরিচালনা করবে বলেই আশা রাখি।"
আরও পড়ুন: এই ডিসেম্বরে বহুদিন স্কুল-কলেজ বন্ধ থাকবে, দেখে নিন ছুটির তালিকা
রবিবার দুপুর বারোটা থেকে শুরু হবে টেট। দুপুর ২.৩০ টে পর্যন্ত হবে এই পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সকাল সাড়ে নটা থেকেই ঢুকতে হবে। বায়োমেট্রিক অ্যাটেনডেন্স এবং মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পরই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। সবমিলিয়ে প্রাথমিকের টেট কে কেন্দ্র করে নজিরবিহীন পদক্ষেপ পর্ষদের।পাশপাশি একঘন্টা আগে কোনো ভাবেই প্রশ্নপত্র কেন্দ্রে ঢুকবে না তা আগেই জানিয়েছে পর্ষদ। সব মিলিয়ে কড়া নজরে হতে চলেছে টেট।