আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২ মে থেকে। আবেদন করার শেষ দিন ২০ মে, ২০২২ তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: আপনি কি অষ্টম শ্রেণি পাশ? রাজ্য পঞ্চায়েতে ৫০০০ শূন্যপদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন?
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ১৬,১৯৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদ | সংখ্যা |
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) সাব ইন্সপেক্টর অফ পুলিশ | ৪১৪ |
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) রিজার্ভ সাব ইন্সপেক্টর অফ পুলিশ | ৬৬ |
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) রিজার্ভ সাব ইন্সপেক্টর অফ পুলিশ (এসএআর সিপিএল, পুরুষ) | ৫ |
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) রিজার্ভ সাব ইন্সপেক্টর (টিএসএসপি, পুরুষ) | ২৩ |
তেলঙ্গানা স্টেট স্পেশাল প্রোটেকশন ফোর্স, সাব ইন্সপেক্টর (পুরুষ) | ১২ |
তেলঙ্গানা স্টেট ডিজাস্টার রেসপন্স অ্যান্ড ফায়ার সার্ভিসেস, স্টেশন ফায়ার অফিসার | ২৬ |
প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, ডেপুটি জেলার (পুরুষ) | ৮ |
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (সিভিল) | ৪,৯৬৫ |
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (এআর) | ৪,৪২৩ |
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (এসএআর সিপিএল, পুরুষ) | ১০০ |
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (টিএসএসপি, পুরুষ) | ৫,০১০ |
তেলঙ্গানা স্টেট স্পেশাল প্রোটেকশন ফোর্স, কনস্টেবল | ৩৯০ |
তেলঙ্গানা স্টেট ডিজাস্টার্স রেসপন্স অ্যান্ড ফায়ার সার্ভিসেস, ফায়ারম্যান | ৬১০ |
প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, ওয়ার্ডার (পুরুষ) | ১৩৬ |
প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, ওয়ার্ডার (মহিলা) | ১০ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | তেলঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (Telangana State Level Police Recruitment Board) |
পদের নাম | কনস্টেবল, সাব ইন্সপেক্টর সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ১৬,১৯৮ |
কাজের স্থান | তেলঙ্গানা |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | ০২.০৫.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২০.০৫.২০২২ |
আরও পড়ুন: জেট এয়ারওয়েজে প্রচুর চাকরির সম্ভাবনা, বড় খবর দিল সংস্থা
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের সরকারের স্বীকৃতি প্রাপ্ত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। ডিসট্যান্স এডুকেশনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে AICTE/ UGC/ DEC দ্বারা স্বীকৃতি প্রাপ্ত হতে হবে।
আবেদন ফি:
জেনারেল- ৮০০ টাকা
SC/ST- ৪০০ টাকা
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট পদ নির্বাচন করে আবেদন ফি জমা দিতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করতে হবে। সমস্ত ডকুমেন্টের স্ক্যান করা কপি আপলোড করতে হবে। আবেদন ফর্মটি জমা দিতে হবে।