PWD Recruitment 2022|| আপনি কি অষ্টম শ্রেণি পাশ? রাজ্য পঞ্চায়েতে ৫০০০ শূন্যপদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন?

Last Updated:

PWD Recruitment 2022: নিয়োগ প্রক্রিয়ার অনুমতিপ্রাপ্তি মাত্রই আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ এবং আবেদনের শেষ দিন সম্পর্কিত তথ্য জানানো হবে।

#নয়াদিল্লি: সম্প্রতি হিমাচল প্রদেশ, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের (Himachal Pradesh, Public Work Department) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে "মাল্টি-টাস্ক ওয়ার্কার পলিসি- ২০২২"-এর অধীনে মাল্টি টাস্কিং ওয়ার্কার পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ার অনুমতিপ্রাপ্তি মাত্রই আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ এবং আবেদনের শেষ দিন সম্পর্কিত তথ্য জানানো হবে। অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই এই পদের আবেদনপত্র পেয়ে যাবেন।
advertisement
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৫০০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাহিমাচল প্রদেশ, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট (Himachal Pradesh, Public Work Department)
পদের নামমাল্টি টাস্কিং ওয়ার্কার
শূন্যপদের সংখ্যা৫০০০
কাজের স্থানহিমাচল প্রদেশ
কাজের ধরনসরকারি
নির্বাচন পদ্ধতিনির্দিষ্ট কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুকিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ দিনকিছু জানানো হয়নি
advertisement
বয়সসীমা:
১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীদের প্রেস্কাইব ফরম্যাটে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেটের স্ক্যান করা ফটোকপি ‘Executive Engineer of the Division’-এ নির্দিষ্ট সময়ের পূর্বে পাঠাতে হবে।
advertisement
নির্বাচনের সময় প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেটের আসল কপি সঙ্গে আনতে হবে। যথাযথ ভাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই প্রার্থীদের নিয়োগ করা হবে।
সম্পূর্ণ নোটিশ লিঙ্ক-
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের হিমাচল প্রদেশ সরকারের স্বীকৃতি প্রাপ্ত কোনও স্কুল/প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। তবে প্রার্থীরা বোনাফাইড হিমাচলির মাধ্যমে আবেদন করতে পারবেন না।
advertisement
এ ছাড়াও প্রার্থীদের ভারতের নাগরিকত্ব থাকা জরুরি, হিমাচল নিবাসী হতে হবে। মানসিক দিক থেকে সুস্থ হতে হবে। পরিবারের কোনও সদস্য সরকারি/পিএসইউ/বোর্ডের চাকরি করেন না তা নিশ্চিত করতে হবে। অপরাধমূলক কোনও মামলা থাকা চলবে না প্রার্থীর বিরুদ্ধে। এছাড়া গ্রাম/গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দারা আবেদনের যোগ্য।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
PWD Recruitment 2022|| আপনি কি অষ্টম শ্রেণি পাশ? রাজ্য পঞ্চায়েতে ৫০০০ শূন্যপদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement