আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।প্রার্থীদের আগামী ৩০ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ২ মে আবেদনের শেষ দিন
advertisement
শূন্যপদের সংখ্যা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের তরফে মোট ৩৬০৩টি শূন্যপনে নিয়োগ হবে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) |
পদের নাম | হাবিলদার, জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ 'সি' নন-গেজেটেড |
শূন্যপদের সংখ্যা | ৩৬০৩ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | নন-গেজেটেড সরকারি পদ |
নির্বাচন পদ্ধতি | প্রিলিমিনারি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ট টেস্ট ও মেইন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০.০৪.২০২২ |
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, স্টাফ সিলেকশন কমিশনে ২১৮৭ শূন্যপদে নিয়োগ
নির্বাচন পদ্ধতি:
হাবিলদার ব্যতীত অন্য পদ- প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পেপার-I-এর অর্থাৎ কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBE) নেওয়া হবে। ঐ পরীক্ষায় উত্তীর্ণদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ট টেস্ট (PST) নেওয়া হবে। এরপর উত্তীর্ণদের মেইন পরীক্ষার (পেপার-II) মাধ্যমে নিয়োগ করা হবে।
হাবিলদার পদ- পেপার-I-তে পার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে PET/PST-এর জন্য ডাকা হবে। উত্তীর্ণ প্রার্থীদের ১:৬ অনুপাতে মেইন পরীক্ষার (পেপার-II) জন্য ডাকা হবে।
নিয়োগ:
প্রার্থীদের সারা দেশের যে কোনও স্থানে নিয়োগ করা যেতে পারে। বিভিন্ন রাজ্যের আসন সংখ্যা খতিয়ে দেখে স্টাফ সিলেকশন কমিশন এই নিয়োগের তালিকা প্রকাশ করবে।