ONGC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৮ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: কলকাতায় ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্টে নিয়োগ, এই সুযোগ মিস করবেন না!
ONGC Recruitment 2022: আবেদন পদ্ধতি
ONGC-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.ongcindia.com-এ যেতে হবে।
হোমপেজে কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে।
আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি প্রদান করতে হবে।
সমস্ত ডকুমেন্ট আপলোড করে আবেদনের ফর্ম জমা দিতে হবে।
ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট করিয়ে রাখতে হবে।
আরও পড়ুন: রেস্তোরাঁয় খেতে গিয়ে মুখ ফাটল মহিলার, কারণ শুনলে চমকে উঠবেন!
ONGC Recruitment 2022: শূন্যপদের বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৯২২টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (Oil and Natural Gas Corporation Limited) |
পদের নাম: | নন-একজিকিউটিভ |
শূন্যপদের সংখ্যা: | ৯২২ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT) এবং অন্যান্য স্কিল টেস্ট |
আবেদন শুরু তারিখ: | চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন বা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং দ্বারা স্বীকৃত কোনও আইটিআই/টেকনিক্যাল ইনস্টিটিউশন থেকে উত্তীর্ণ |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: ২৮.০৫.২০২২
ONGC Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন বা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং দ্বারা স্বীকৃত কোনও আইটিআই/টেকনিক্যাল ইনস্টিটিউশন থেকে পাস করতে হবে।
ONGC Recruitment 2022: বয়সসীমা
১৮ থেকে ২৪ বছরের মধ্যে।
ONGC Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT) এবং অন্যান্য স্কিল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেবে সংস্থা।
ONGC Recruitment 2022: বেতন
এফ ১ লেভেল: মাসিক ২৯,০০০ টাকা– ৯৮,০০০ টাকা
এ ১ লেভেল: মাসিক ২৬,৬০০ টাকা– ৮৭,০০০ টাকা
ডব্লু ১ লেভেল: মাসিক ২৪,০০০ টাকা– ৫৭,৫০০ টাকা