TRENDING:

UPSC পরীক্ষায় উত্তীর্ণই নয়, সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৭! কাঠমিস্ত্রির ছেলে জয়প্রকাশ এখন গোটা দেশের হিরো

Last Updated:

ছোট থেকেই জীবনে এসেছে একাধিক বাধা-বিপত্তি । কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে, জয়প্রকাশ শাহ ইউপিএসসির (UPSC) ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস(ISS) পরীক্ষায় সর্বভারতীয় র‍্যাঙ্ক করেন ২৭৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খুব একটা সুখকর ছিল না শৈশব । ছোট থেকেই জীবনে এসেছে একাধিক বাধা-বিপত্তি । কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে, জয়প্রকাশ শাহ ইউপিএসসির (UPSC) ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস(ISS) পরীক্ষায় সর্বভারতীয় র‍্যাঙ্ক করেন ২৭৷ খুব দরিদ্র পরিবারে তাঁর বড়ও হয়ে ওঠা। তাঁর মা গায়ত্রী দেবী মাঠে ছাগল চরিয়েও সময় বার করে ছেলের দেখাশোনা করতেন। তাঁর বাবা কানহাইয়া শাহ, একজন কাঠমিস্ত্রি।
UPSC পরীক্ষায় উত্তীর্ণই নয়, সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৭! কাঠমিস্ত্রির ছেলে জয়প্রকাশ এখন গোটা দেশের হিরো
UPSC পরীক্ষায় উত্তীর্ণই নয়, সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৭! কাঠমিস্ত্রির ছেলে জয়প্রকাশ এখন গোটা দেশের হিরো
advertisement

মাঝৌলিয়া ব্লকের জোকাটিয়া পঞ্চায়েতের ওয়ার্ড-৬-এর বাসিন্দা, জয়প্রকাশ মাত্র ২৬ বছর বয়সে ইউপিএসসির (UPSC) অধীনে আইএসএস (ISS) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইউপিএসসিকে দেশের অন্যতম কঠিন পরীক্ষা বলা হয়। আইএসএসে সারা ভারতে মোট ২৯ জন প্রার্থীকে নেওয়া হয়, যার মধ্যে জয়প্রকাশ ২৭ তম স্থান অর্জন করেছেন। তাঁর কথায় তাকে দুবছর প্রশিক্ষণের পর কোনও না কোনও মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন:  চাটনি থেকে পায়জামা, কোন কোন হিন্দি শব্দ স্থান পেয়েছে ইংরেজি অভিধানে জানলে অবাক হবেন

২০১২ সালে, গ্রাম থেকেই ম্যাট্রিকুলেশন পাস করার পরে, জয়প্রকাশ পাটনা বিজ্ঞান কলেজে ভর্তি হন। সেখান থেকে পড়াশোনা শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ম‍্যাক (MAC) পাশ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পর্যন্ত তিনি তাঁর বাবার কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছিলেন কিন্তু তারপর, তিনি একটি কোম্পানির জন্য ফ্রিল্যান্সিং শুরু করেন এবং নিজের পড়াশোনার খরচ নিজেই জোগান।

advertisement

আরও পড়ুন: আইন মেনেই উপাচার্যদের বৈঠকে ডাক নয়া রাজ্যপালের, নজরে রাজভবনের বৈঠক

প্রথম থেকেই তিনি তাঁর লক্ষ্য খুবই স্থির রেখেছিলেন। তিনবার আইএসএস পরীক্ষায় দেওয়ার পর তিনি উত্তীর্ণ হন। গত চার বছর ধরে তিনি তাঁর বাড়িতে যাননি, কারণ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ইউপিএসসি পাশ করার পরেই গ্রামে যাবেন। এখন শুধু পরিবার নয়, গোটা গ্রাম তাঁর সাফল্য উদযাপন করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাঁর বাবা, কানহাইয়া শাহ, পেশায় একজন ছোট মাপের কাঠমিস্ত্রি, যিনি বেশিরভাগই সময় অন্য রাজ্যে শ্রমিক হিসাবে কাজ করেন। বর্তমানে তিনি উত্তরাখণ্ডের নৈনিতালে আছেন। জয়প্রকাশের মা গায়ত্রী দেবী একজন গৃহিণী, যিনি ক্ষেতে ছাগল চরাতেন এবং পরিবারের দেখাশোনা করেন তাঁর স্বামীর বোঝা কমানোর জন্য। জয়প্রকাশের দুই ছোট ভাই আছে, যারা গ্রামেই পড়াশোনা করছে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
UPSC পরীক্ষায় উত্তীর্ণই নয়, সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৭! কাঠমিস্ত্রির ছেলে জয়প্রকাশ এখন গোটা দেশের হিরো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল