TRENDING:

Northeast Frontier Railway Recruitment 2022: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে প্রচুর পদে শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি

Last Updated:

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (Northeast Frontier Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে PGT, TGT এবং PRT পদে শিক্ষক নিয়োগের জন্য আবেদনপত্র প্রকাশ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: Northeast Frontier Railway Recruitment 2022: সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (Northeast Frontier Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে PGT, TGT এবং PRT পদে শিক্ষক নিয়োগের জন্য আবেদনপত্র প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

Northeast Frontier Railway Recruitment 2022: ইন্টারভিউয়ের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। আগ্রহী প্রার্থীরা উল্লিখিত পদের জন্য ১ এপ্রিল, ২০২২-এ ওয়াক-ইন ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

Northeast Frontier Railway Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৫২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মুলত PGT, TGT, এবং চুক্তি ভিত্তিক PRT পদে শিক্ষক নিয়োগ করা হবে।

PGT: ৪টি পদ

TGT: ১৬টি পোস্ট

PRT: ১৩টি পদ

TGT: ৬টি পদ

advertisement

চুক্তিভিত্তিক শিক্ষক পদ: ১৩টি পদ

যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণ নীচে দেওয়া হল

Northeast Frontier Railway Recruitment 2022: বিশেষ ঘোষণা

৩১ মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট পারিশ্রমিকে রেলওয়ে নিয়োগ বোর্ড থেকে নিয়মিত নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে।

Northeast Frontier Railway Recruitment 2022: আবেদনের যোগ্যতা

advertisement

যে সকল প্রার্থীরা উপরে উল্লিখিত পদগুলির জন্য আবেদন করতে চান তারা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ লিঙ্কটি https://nfr.indianrailways.gov.in/cris//uploads/files/1647406734428-LMG%20Upload.pdf ব্যবহার করতে পারেন।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (Northeast Frontier Railway)

advertisement

পদের নাম PGT, TGT, PRT এবং চুক্তিভিত্তিক শিক্ষক
শূন্যপদের সংখ্যা ৫২
কাজের স্থান উত্তর-পূর্ব ভারত
কাজের ধরন  চুক্তি ভিত্তিক
নির্বাচন পদ্ধতি ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অফলাইন
ইন্টারভিউয়ের দিন ০১.০৪.২০২২

Northeast Frontier Railway Recruitment 2022: আবেদন পদ্ধতি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইচ্ছুক প্রার্থীরা সরাসরি সমস্ত সার্টিফিকেট/প্রশংসাপত্র/মার্কশিটের আসল কপি-সহ উপরে উল্লিখিত তারিখ এবং সময় অনুযায়ী সাক্ষাৎকারের স্থানে সরাসরি সাক্ষাৎকারের জন্য রিপোর্ট করতে পারেন। ইন্টারভিউয়ের স্থান, ‘ডিআরএম (পি) এর অফিস/লুমডিং’।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Northeast Frontier Railway Recruitment 2022: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে প্রচুর পদে শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল