TRENDING:

সায়েন্স অলিম্পিয়াডে চমকে দিল ছ'বছরের ছোট্ট আরুষি! ক্ষুদের একের পর এক কৃতিত্বে অবাক গোটা জেলা

Last Updated:

বিশ্বের ১২ টি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে ছ'টি সোনার মেডেল ছিনিয়ে নিয়েছিল আরুষি। অন্যদিকে সোশ্যাল স্টাডিসে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে রুপোর মেডেল পেয়েছে সে। মেয়ের এই সাফল্যের খবর খড়দহের বাড়িতে পৌঁছতেই যেন উৎসবের মেজাজ পাড়া জুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অলিম্পিয়াডের সোনার মেয়ে
অলিম্পিয়াডের সোনার মেয়ে
advertisement

খড়দহ রবীন্দ্রপল্লি কল্পনালয় আবাসনের বাসিন্দা আরুষি রহড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। প্রথম শ্রেণিতে পড়ার সময়ে বাবা - মায়ের ইচ্ছাতেই গত বছরের ডিসেম্বরে একটি সংস্থার তরফে আয়োজিত অলিম্পিয়াডে অংশ নেয় আরুষি। অনলাইনে ভারত, জাপান, রাশিয়া, সিঙ্গাপুর, ইংল্যান্ড সহ বিশ্বের ১২ টি দেশ থেকে ১০ লক্ষের উপর ছাত্রছাত্রী অংশ নিয়েছিল এই পরীক্ষায়। যেখানে শুধু ভারত থেকে ন' হাজার স্কুলের ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল। তাতে মোট সাতটি বিষয়ে ১০০ নম্বর করে পরীক্ষা হয়। প্রতিটি পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় ধার্য ছিল।

advertisement

আরও পড়ুন : 'মেসেজটা আমাকে কেউ করেছিল...', চাকরি দিতে বাধার কথা বলতে গিয়ে 'বিস্ফোরক' মমতা

পেশায় সরকারি চাকুরে বাবা দেবজ্যোতি দে বলেন, মেয়ের অনলাইনে পরীক্ষা হলেও ওয়েব ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারিতেই পরীক্ষা হয়। পরীক্ষার নিয়মও ছিল যথেষ্ট কড়া। বিশ্বের ১২ টি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে ছ'টি সোনার মেডেল ছিনিয়ে নিয়েছিল আরুষি। অন্যদিকে সোশ্যাল স্টাডিসে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে রুপোর মেডেল পেয়েছে সে।

advertisement

আরও পড়ুন : ৫০-এও ৩৫ এর ছোঁয়া, শরীরের বিশেষ অংশের যত্ন নিন আজ থেকেই, ম্যাজিকও হার মানবে

মেয়ের এই সাফল্যের খবর খড়দহের বাড়িতে পৌঁছতেই যেন উৎসবের মেজাজ পাড়া জুড়ে। ইতিমধ্যেই ছোট্ট আরুষি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও নাম তুলে ফেলেছে। আরুষি জানায়, আরও ভালো করে পড়াশোনা করব। বড় হয়ে মহাকাশ বিজ্ঞানী হওয়ার ইচ্ছা তার। মা প্রীতি সাহা চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরে বলেন, মেয়ের সাফল্যে আমরা গর্বিত। ইতিমধ্যেই ছোট্ট মেয়ের এই কৃতিত্বের সাড়া পড়ে গিয়েছে গোটা এলাকায়।

advertisement

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
সায়েন্স অলিম্পিয়াডে চমকে দিল ছ'বছরের ছোট্ট আরুষি! ক্ষুদের একের পর এক কৃতিত্বে অবাক গোটা জেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল