TRENDING:

‘ব্যাকবেঞ্চার’ আর নয়! পূর্ব মেদিনীপুরের পেটুয়া প্রাথমিক বিদ্যালয়ে কোন মডেলে পড়াশোনা হয় জানেন?

Last Updated:

Education Primary School: জেলার প্রত্যন্ত অঞ্চলের একটি প্রাথমিক স্কুল,  শিক্ষা-দীক্ষায় এগিয়ে থাকা পূর্ব মেদিনীপুর জেলাকে পথ দেখাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

শুরুটা হয়েছিল দক্ষিণ ভারতে। একটি মালয়ালাম সিনেমা দেখেই ‘ব্যাক বেঞ্চ’ সিস্টেম তুলে দিয়েছে কেরালার বেশ কয়েকটি স্কুল। ‘নো মোর ব্যাক বেঞ্চার’ সিস্টেম চালু হয়েছে মালদার একটি স্কুলেও। একই পথে হাঁটল পূর্ব মেদিনীপুর জেলার পেটুয়া প্রাথমিক বিদ্যালয়। এই প্রাইমারি স্কুলেও চালু করা হয়েছে একই প্রথা। ২৪ সালে মুক্তি পেয়েছিল মালয়ালম সিনেমা ‘স্থানার্থি শ্রীকুরতন’। তাতেই তিরুবনন্তপুরমের একটি স্কুলের এই প্রথা দেখান হয়। তার পরেই কেরালার একাধিক স্কুলে ‘ব্যাক বেঞ্চ’ প্রথা তুলে দেওয়া হয়েছে।

advertisement

দিঘার জগন্নাথ মন্দিরের পর এ বার কী উপহার পাবে বাংলা? একুশের মঞ্চে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে? তাহলে এখনই এটা করুন, নইলে অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হয়ে যাবে!

এ বার সব পড়ুয়ার প্রতি বাড়তি নজরদারি করতে ‘ব্যাক বেঞ্চ’ প্রথা তুলে দেওয়া হল জেলার এই স্কুলে। জানা গিয়েছে, এই স্কুলে প্রি-প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সব ক্লাসেই এই ধরনের ক্লাস করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের এই অভিনব ভাবনাকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। অন্য স্কুলের মতো এই প্রাইমারি স্কুলেও পড়ুয়ারা সবাই বসতে চাইত সামনের বেঞ্চে। এই নিয়ে সহপাঠীদের মধ্যে খুনসুটিও হয়। বিদ্যালয়ের এই সিস্টেম চালু হওয়ার ফলে খুশি ছাত্রছাত্রীরা।

advertisement

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেহরান হোসেন বলেন, ‘এই পদ্ধতিতে সকলের প্রতি মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে। পড়ুয়ারাও খুব উৎসাহিত হয়েছে।’ সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ ভারতীয় ওই সিনেমার ক্লিপ দেখেই স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ‘ব্যাক বেঞ্চ’ প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। পূর্ব মেদিনীপুর জেলার শুধু এই স্কুলে নয় তমলুক নন্দীগ্রাম সহ বিভিন্ন এলাকার স্কুলে এই নো মোর ব্যাক বেঞ্চার মডেলে ক্লাস শুরু হয়েছে। জেলার  প্রত্যন্ত অঞ্চলের এই প্রাথমিক স্কুল, শিক্ষাদীক্ষায় এগিয়ে থাকা পূর্ব মেদিনীপুর জেলাকে পথ দেখাচ্ছে। আগামী দিনে এই স্কুলের ভাবনা চিন্তাকে অনুসরণ করবে অন্যান্য স্কুলগুলিও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'এখানে' জানাতেই কৃষ্ণনগরে দীর্ঘদিনের নরকযন্ত্রণার মুক্তি! খুশি সকলে
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/শিক্ষা/
‘ব্যাকবেঞ্চার’ আর নয়! পূর্ব মেদিনীপুরের পেটুয়া প্রাথমিক বিদ্যালয়ে কোন মডেলে পড়াশোনা হয় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল