উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর (A.I) সেলিম মোহাম্মদ সালেহ, দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ।
আরও পড়ুন: কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে পর পর বোমা বিস্ফোরণ! মৃত ১! তদন্তে পুলিশ
“এই ডিজিটাল ক্লাসরুমগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে আধুনিক শিক্ষার সুযোগ পাবে, যা তাদের বোধগম্যতা বাড়াবে এবং জয়ফুল লার্নিংকে সম্ভব করে তুলবে।”
advertisement
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামিউল ইসলাম জানান, নতুন তিনটি ডিজিটাল কম্পিউটার এবং সমৃদ্ধ লাইব্রেরির ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ছাত্রছাত্রীরা প্রযুক্তিনির্ভর শিক্ষায় আগ্রহী হবে এবং নিজেদের ভবিষ্যৎ আরও শক্তিশালীভাবে গড়ে তুলতে সক্ষম হবে।
বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে এই নতুন ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন ঘিরে ছিল আনন্দ ও উদ্দীপনার আবহ। শিক্ষাক্ষেত্রে এমন যুগান্তকারী পদক্ষেপ ভবিষ্যতে দৌলতাবাদ ব্লকের অন্যান্য বিদ্যালয়ের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন সকলেই।