NMDC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
NMDC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
মোট শূন্যপদ ৯৪টি।
জুনিয়র অফিসার (মেকানিক্যাল) ট্রেইনি- ৩৩টি পদ
জুনিয়র অফিসার (মাইনিং) ট্রেইনি- ৩২টি পদ
জুনিয়র অফিসার (ইলেকট্রিক্যাল) ট্রেইনি- ১৪টি পদ
জুনিয়র অফিসার (সিভিল) ট্রেইনি- ৭টি পদ
জুনিয়র অফিসার (জি অ্যান্ড কিউসি) ট্রেইনি- ৭টি পদ
জুনিয়র অফিসার (সার্ভে) ট্রেইনি- ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (National Mineral Development Corporation Limited) |
পদের নাম | জুনিয়র অফিসার |
শূন্যপদের সংখ্যা | ৯৪ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা সহ অন্যান্য |
আবেদন প্রক্রিয়া শুরু | চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | আবেদন পদ্ধতি |
আবেদনের শেষ দিন | ২৭.০২.২০২২ |
আরও পড়ুন- চার হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ! এই রাজ্য নেবে প্রচুর কমিউনিটি হেলথ অফিসার
NMDC Recruitment 2022: আবেদন পদ্ধতি
https://www.nmdc.co.in/ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে-
- মেনুতে ক্লিক করে কেরিয়ার ট্যাব নির্বাচন করতে হবে
- পেজে দেওয়া জুনিয়র অফিসার (শিক্ষার্থী) নিয়োগের জন্য লিঙ্কটি নির্বাচন করতে হবে
- NMDC পোর্টালে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে
- প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে
- ফি প্রদান করতে হবে
- ফর্ম জমা দিয়ে এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য একটি কপি সংরক্ষণ করে রাখতে হবে
NMDC Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি হিসাবে ২৫০ টাকা জমা দিতে হবে। NMDC Ltd-এ কর্মরত আবেদনকারী এবং যারা SC/ST/PwBD/প্রাক্তন সৈনিক বিভাগের অন্তর্গত, তাদের আবেদনের ফি ছাড় দেওয়া হবে।