UP NHM CHO Recruitment 2022: চার হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ! এই রাজ্য নেবে প্রচুর কমিউনিটি হেলথ অফিসার

Last Updated:

UP NHM CHO Recruitment 2022: আবেদনের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ। আবেদন করতে হবে অনলাইনে।

UP NHM CHO Recruitment 2022:
UP NHM CHO Recruitment 2022:
#নয়াদিল্লি: সম্প্রতি উত্তরপ্রদেশ ন্যাশনাল হেলথ মিশনের (Uttar Pradesh National Mission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে আয়ূষমান ভারত স্কিমের (Ayushman Bharat Scheme) অধীনে কমিউনিটি হেলথ অফিসার (Community Health Officers) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা উত্তরপ্রদেশ ন্যাশনাল হেলথ মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
UP NHM CHO Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
UP NHM CHO Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৪০০০টিরও বেশি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
UP NHM CHO Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
অসংরক্ষিত- ১৬০০টি পদ
অর্থনৈতিক ভাবে অনগ্রসর- ৪০০টি পদ
এসসি- ৮৪০টি পদ
এসটি- ৮০টি পদ
ওবিসি- ১০৮০টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থাউত্তরপ্রদেশ ন্যাশনাল হেলথ মিশন (Uttar Pradesh National Mission)
পদের নামকমিউনিটি হেলথ অফিসার
শূন্যপদের সংখ্যা৪০০০
কাজের স্থানউত্তরপ্রদেশ
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন১৩.০২.২০২২
advertisement
UP NHM CHO Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের নার্সিংয়ে বি.এসসি বা পোস্ট বি.এসসি কোর্স করা থাকতে হবে। যাঁরা উত্তরপ্রদেশ নার্সেস এবং মিডওয়াইফস কাউন্সিল থেকে নার্সিং এবং মিডওয়াইফিতে নিজেদের নাম রেজিস্ট্রি করিয়েছেন তাঁরা আবেদনের যোগ্য। আরও বিশদে জানতে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে অনুরোধ করা হচ্ছে।
advertisement
UP NHM CHO Recruitment 2022: বয়সসীমা
৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর হতে হবে।
UP NHM CHO Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে গিয়ে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য সহকারে আবেদনপত্রটি পূরণ করে আবেদন জমা করতে হবে। প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
UP NHM CHO Recruitment 2022: চার হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ! এই রাজ্য নেবে প্রচুর কমিউনিটি হেলথ অফিসার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement