TRENDING:

NIT Delhi Recruitment 2022: দিল্লিতে অধ্যাপক নিয়োগ! ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আজই আবেদন করুন

Last Updated:

NIT Delhi Recruitment 2022: আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ এপ্রিল। অনলাইন আবেদন করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লির (National Institute of Technology) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লির ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
nit delhi recruitment
nit delhi recruitment
advertisement

NIT Delhi Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ এপ্রিল। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

NIT Delhi Recruitment 2022: শূন্যপদের বিশদ বিবরণ

মোট শূন্যপদ ৬টি। যার মধ্যে ২টি করে শূন্যপদ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য ধার্য করা হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লি (National Institute of Technology)
পদের নাম অধ্যাপক
শূন্যপদের সংখ্যা
কাজের স্থান নয়াদিল্লি
নির্বাচন পদ্ধতি কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু বর্তমানে চলেছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অনলাইন ও অফলাইন
আবেদনের শেষ তারিখ ০৯.০৫.২০২২

advertisement

NIT Delhi Recruitment 2022: আবেদন ফি

জেনারেল ক্যাটাগরি, ওবিসি এবং ইডব্লুএস প্রার্থীদের জন্য আবেদনের ফি হল ১০০০ টাকা এবং এসসি/এসটি প্রার্থীদের জন্য আবেদনের ফি হল ৫০০ টাকা।

আবেদন করার জন্য সরাসরি লিঙ্ক- https://www.nitj.ac.in/nit_delhi/recruitment_teaching_1/Login

আরও পড়ুন- পাবলিক সার্ভিস কমিশনের অধীনে একাধিক নিয়োগ! কোন পদ, বেতন কত, জানুন বিশদে

advertisement

NIT Delhi Recruitment 2022: আবেদন পদ্ধতি

NIT দিল্লির অফিসিয়াল ওয়েবসাইট nitdelhi.ac.in-এ যেতে হবে

হোমপেজে, রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে

“Recruitment of Professor in Various Departments of the Institute (Advertisement No. 01/2022)” লিঙ্কে ক্লিক করতে হবে

রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করতে হবে

আবেদন ফি প্রদান করতে হবে

ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি হার্ড কপি রাখতে হবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের নিমেষে উধাও সাত কুইন্টাল দই! কেজি মাত্র ১১০ টাকা,ভাইফোঁটায় উপচে পড়া ভিড় এই দোকানে
আরও দেখুন

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর অনলাইন আবেদনের প্রিন্টআউট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই “Director, National Institute of Technology, Delhi, Plot No. FA7, Zone P1, GT Karnal Road, Delhi-110036, India" ঠিকানায় ৯ মে বা তার আগে পাঠাতে হবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
NIT Delhi Recruitment 2022: দিল্লিতে অধ্যাপক নিয়োগ! ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আজই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল