TNPSC Recruitment 2022: পাবলিক সার্ভিস কমিশনের অধীনে একাধিক নিয়োগ! কোন পদ, বেতন কত, জানুন বিশদে

Last Updated:

TNPSC Recruitment 2022: প্রার্থীদের আগামী ৩০ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

TNPSC Recruitment 2022
TNPSC Recruitment 2022
#নয়াদিল্লি: সম্প্রতি তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনের (Tamil Nadu Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সামাজিক প্রতিরক্ষা বিভাগে জেলা শিশু সুরক্ষা অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
TNPSC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৩০ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
TNPSC Recruitment 2022: পরীক্ষার তারিখ
নির্বাচনের পরীক্ষাটি ১৯ জুন, ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে: পেপার I (সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত) এবং পেপার II (সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত) (দুপুর ২.০০ থেকে বিকেল ৫.০০ পর্যন্ত)।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থাতামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন (Tamil Nadu Public Service Commission)
পদের নামসামাজিক প্রতিরক্ষা বিভাগে জেলা শিশু সুরক্ষা অফিসার
শূন্যপদের সংখ্যা১৬
কাজের স্থানতামিলনাড়ু
কাজের ধরনসরকারি
নির্বাচন পদ্ধতিলিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলেছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি- আবেদনের শেষ তারিখ-বিশদ দেখুন ৩০.০৪.২০২২
advertisement
TNPSC Recruitment 2022: শূন্যপদের বিশদ বিবরণ
জেলা শিশু সুরক্ষা অফিসারের ১৬টি শূন্যপদ পূরণের জন্য এই নিয়োগ ড্রাইভ পরিচালনা করা হচ্ছে।
TNPSC Recruitment 2022: নিয়োগের বয়সসীমা
অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়স কমপক্ষে ৩২ বছর হতে হবে। অসংরক্ষিত বিভাগের জন্য কোনও বয়সসীমা নেই।
advertisement
TNPSC Recruitment 2022: নিয়োগের আবেদন ফি
সরাসরি আবেদনের জন্য প্রার্থীরা এই লিঙ্কটি http://tnpscexams.in/ ব্যবহার করতে পারেন।রেজিস্ট্রেশন ফি হল ১৫০ টাকা আর আবেদনের ফি হল ২০০ টাকা।
TNPSC Recruitment 2022: নিয়োগের শিক্ষাগত যোগ্যতা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সোশিওলজি, সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, চাইল্ড ডেভেলপমেন্ট অথবা ক্রিমিনোলজিতে ডিগ্রি থাকা আবশ্যিক।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
TNPSC Recruitment 2022: পাবলিক সার্ভিস কমিশনের অধীনে একাধিক নিয়োগ! কোন পদ, বেতন কত, জানুন বিশদে
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement