সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সার্বিক উৎকর্ষের নিরিখে যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান ৪৭। অথচ, গত বছর তারা ছিল ২৬তম স্থানে। এক বছরে ২১ ধাপ পিছিয়েছে ১৬৮ বছরের প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠান।
আরও পড়ুন: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর, NIRF র্যাঙ্কিংয়ে বাংলার আর কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান?
দেশের রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরার যে তালিকা প্রকাশ করেছে এনআইআরএফ, সেখানেও ১১ ধাপ পিছিয়েছে কলকাতা। গত বছর কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল চতুর্থ স্থানে। এ বার তারা রয়েছে ১৫তম স্থানে। দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গেরই যাদবপুর বিশ্ববিদ্যালয়।
advertisement
যদিও ১ এবং ১৫-এর মধ্যে এ রাজ্যের আর কোনও বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর আন্না বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থানে পঞ্জাব বিশ্ববিদ্যালয়, চতুর্থ স্থানে অন্ধ্র বিশ্ববিদ্যালয় এবং পঞ্চম স্থানে কেরল বিশ্ববিদ্যালয়। এমনকী গবেষণা প্রতিষ্ঠান হিসাবেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফল আশানুরূপ নয়। এই বিভাগেও গত বছরের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ৩৬তম স্থান থেকে ১২ ধাপ পিছিয়ে এ বছর তারা পৌঁছেছে ৪৮-এ।