আর তাই অবশেষে পর্ষদের তরফে এই নজির বিহীন সিদ্ধান্ত নেওয়া হল। প্রাথমিক শিক্ষা পর্ষদ দুদিন আগে যে গ্রিভেন্স সেল তৈরি করেছে সেই গ্রিভেন্স সেলে এই অভিযোগ জানানোর ব্যাবস্থা করা হয়েছে। তবে শুধু টেট নয়,আরো ১০ দফা অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে এই সেলে।
আরও পড়ুন: বঙ্গ বিজেপিকে কড়া বার্তা সন্তোষের! অনুপস্থিত কেন এত নেতা, গেরুয়া শিবিরে প্রবল গুঞ্জন
advertisement
প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর ,d.el.ed, ২০১৪ এর টেট,২০১৭ এর টেট,প্রাথমিকের নিয়োগ,শিক্ষক দের বদলি,বিভিন্ন সিলেবাস ও curiculam,প্রাইমারি স্কুল,প্রাথমিক স্কুল গুলো কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের একাডেমিক ইস্যু,বিভিন্ন প্রশাসনিক ইস্যু ও অন্যান্য যে কোনো ধরনের অভিযোগ জানানো যাবে এই গ্রিভেন্স সেলে। দায়িত্ব নেওয়ার দিনে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছিলেন চাকরিপ্রার্থীদের অভিযোগ জানানোর জন্য গৃভেন্স সেল চালু করা হবে।পর্ষদ সূত্রে খবর এখনো পর্যন্ত যা অভিযোগ জমা পড়েছে তার মধ্যেই বেশিরভাগ অভিযোগ টেট ও নিয়োগ নিয়ে অভিযোগ।তবে গ্রিভেন্স সেল চালু হওয়ার পর অভিযোগ যে ভাবে আসছে তাকে ইতিবাচক হিসাবেই দেখছেন পর্ষদের আধিকারিকরা।
আরও পড়ুন: বৃষ্টি হবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গ ভুগবে সেই গরমেই! মারাত্মক পূর্বাভাস হাওয়া অফিসের
তবে শুধু অভিযোগ নেওয়াই নয়,অভিযোগ গুলো যাতে সমাধান করা যায় সেই বিষয়েও তৎপরতা শুরু করেছে পর্ষদ।তবে নিয়োগ নিয়ে অভিযোগ এলেও তা যে এখন ই সমাধান করা সম্ভব নয় তা মেনে নিচ্ছেন পর্ষদের আধিকারিক রা। ইতিমধ্যে গোটা বিষয়কে নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা বৈঠক করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে। যাতে অভিযোগ আসার পর পর দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। তবে সামগ্রিকভাবে গোটা বিষয়টি নিয়ে কিভাবে আরো সরলীকরণ করা যায় তা নিয়ে আলাপ আলোচনা করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা।