TRENDING:

NEET UG: বড় সাফল্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের! সর্বভারতীয় NEET UG-তে ৭০০ পেরোল ৩ ছাত্র

Last Updated:

NEET UG: একের পর এক সাফল্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের। সর্বভারতীয় স্তরে মেডিকেল প্রবেশিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের তিন ছাত্র ৭০০ উপরে নম্বর পেয়েছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা : একের পর এক সাফল্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের। এ যেন এক সাফল্যের চাবিকাঠি এই প্রতিষ্ঠান । মাধ্যমিক হোক উচ্চমাধ্যমিক সব ধরনের পরীক্ষার একধাপ এগিয়ে থাকে বরাবরইনরেন্দ্রপুর রামকৃষ্ণ। এ বছরই মাধ্যমিক পরীক্ষায় প্রথম ১০ এ জায়গা করে নিয়েছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছয় জন ছাত্র। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিকে আরও এগিয়ে রেখেছিল এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা প্রথম ১০ জনের মধ্যে জায়গা করে নিয়েছিল ১০ জন পরীক্ষার্থী।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
advertisement

যায় সাফল্য এনে দিয়েছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্ররা। আর এবার সর্বভারতীয় নিট ইউ জি রেজাল্ট প্রকাশ হতেই আবারও জয় জয়াকার ফল করলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। অর্থাৎ সর্বভারতীয় স্তরে মেডিকেল প্রবেশিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের তিন ছাত্র ৭০০ উপরে নম্বর পেয়েছে! তার মধ্যে বিবশ্বন দাস তার প্রাপ্ত নম্বর ৭০৫, ও সার্থক মণ্ডল তারও প্রাপ্ত নম্বর ৭০৫, এবং বিতান রায় তার প্রাপ্ত নম্বর ৭০০, এছাড়া আরও১৭ জন ছাত্র তারা ৬০০ ঊর্ধ্বে নম্বর পেয়েছে!

advertisement

আরও পড়ুন: পাকা আম শরীরের জন্য উপকারী! দিনে কটা আম খাওয়া উচিত? বেশি খেলেই বিপদ

তাদের মধ্যে হল, পথিকৃৎ পাত্র, প্রাপ্ত নম্বর ৬৯১। আয়ুষ্মান সাহা, প্রাপ্ত নম্বর ৬৮৬, সৌম্যজিৎ দাস, প্রাপ্ত নম্বর ৬৮২, সৌমিক পাল, প্রাপ্ত নম্বর ৬৮১, নীল প্রধান, প্রাপ্ত নম্বর ৬৮০, অনিব্রত সামন্ত, প্রাপ্ত নম্বর ৬৮০, ইন্দ্রনাথ দে, প্রাপ্ত নম্বর ৬৭৮, সৌম্যরাজ দাস, প্রাপ্ত নম্বর ৬৬০, সোহম মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৫০, অভ্র চট্টোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৫০, অর্ক সাহা, প্রাপ্ত নম্বর ৬৪১, সুবর্ণ ময়রা, প্রাপ্ত নম্বর ৬৩৫,অর্ণব গড়াই, প্রাপ্ত নম্বর ৬২৭, দেবব্রত ভুঁইয়া, প্রাপ্ত নম্বর ৬২৫, ) অর্কপ্রভ মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬২৩, অর্ণব রায়, প্রাপ্ত নম্বর ৬২০, সাগ্নিক তুঙ্গা, প্রাপ্ত নম্বর ৬২০। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাথে সাথে সর্বভারতীয় পরীক্ষায় নিজেদের স্থান বজায় রাখলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আমঘাটা স্টেশন পরিদর্শনে রেলের ADRM, নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু হবে রেল পরিষেবা?
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/শিক্ষা/
NEET UG: বড় সাফল্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের! সর্বভারতীয় NEET UG-তে ৭০০ পেরোল ৩ ছাত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল