TRENDING:

নিট পিজি পরীক্ষার দিন ঘোষণা, রেজিস্ট্রেশন শুরু জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে

Last Updated:

NEET PG: নিট পিজি পরীক্ষা কবে জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতোকত্তর (NEET PG 2023) হবে ৫ মার্চ। এই পরীক্ষা পরিচালনা করবে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস।
advertisement

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে নিট পিজি-র রেজিস্ট্রেশন শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে nbe.edu.in-এই সাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন আগ্রহীরা।

আরও পড়ুন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে এ বছরের ২৭ জানুয়ারি ‘পরীক্ষা পে চর্চা’

ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস আরও বেশ কয়েকটি পরীক্ষার সূচি প্রকাশ করেছে। FNGE, NEET MDS, DNB ও অন্যান্য পরীক্ষার সূচিও প্রকাশ করা হয়েছে। natboard.edu.in-এ পরীক্ষার সম্পূর্ণ সূচী পাবেন আগ্রহীরা।

advertisement

স্নাতকোত্তরে শূন্য আসন পূরণের প্রক্রিয়া শুরু হতে পারে ৯ জানুয়ারি থেকে। স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে অংশ নিতে হলে ৫০ হাজার টাকা ফি জমা করতে হবে পড়ুয়াদের। এমডি, এমএস, ডিপ্লোমা, পিজি ডিএনবি-র  ২২৪৪টি এবং এমডিএস-এর ৬২টি আসন খালি রয়েছে।

কাউন্সেলিং-এর মাধ্যমে সেই শূন্য আসনগুলি ভর্তি করা হবে। ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি বিকেল ৪টের মধ্যে পড়ুয়াদের ৫০ হাজার টাকা ফি জমা দিতে হবে। ৬ থেকে ৮ জানুয়ারি রাত ১১.৫৯-এর মধ্যে পছন্দের কলেজ ও কোর্স বেছে নিতে পারবেন তাঁরা।

advertisement

আরও পড়ুন- D EL ED Course Admission: D.El.Ed কোর্সে ভর্তিতেও দুর্নীতি? স্থগিতাদেশ হাইকোর্টের! আর কোনও আবেদন নিতে পারবে না পর্ষদ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

১০ জানুয়ারি ফলপ্রকাশ। ১০ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নির্দিষ্ট কলেজে উপস্থিত থাকতে হবে পড়ুয়াদের।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
নিট পিজি পরীক্ষার দিন ঘোষণা, রেজিস্ট্রেশন শুরু জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল