জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে নিট পিজি-র রেজিস্ট্রেশন শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে nbe.edu.in-এই সাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন আগ্রহীরা।
আরও পড়ুন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে এ বছরের ২৭ জানুয়ারি ‘পরীক্ষা পে চর্চা’
ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস আরও বেশ কয়েকটি পরীক্ষার সূচি প্রকাশ করেছে। FNGE, NEET MDS, DNB ও অন্যান্য পরীক্ষার সূচিও প্রকাশ করা হয়েছে। natboard.edu.in-এ পরীক্ষার সম্পূর্ণ সূচী পাবেন আগ্রহীরা।
advertisement
স্নাতকোত্তরে শূন্য আসন পূরণের প্রক্রিয়া শুরু হতে পারে ৯ জানুয়ারি থেকে। স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে অংশ নিতে হলে ৫০ হাজার টাকা ফি জমা করতে হবে পড়ুয়াদের। এমডি, এমএস, ডিপ্লোমা, পিজি ডিএনবি-র ২২৪৪টি এবং এমডিএস-এর ৬২টি আসন খালি রয়েছে।
কাউন্সেলিং-এর মাধ্যমে সেই শূন্য আসনগুলি ভর্তি করা হবে। ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি বিকেল ৪টের মধ্যে পড়ুয়াদের ৫০ হাজার টাকা ফি জমা দিতে হবে। ৬ থেকে ৮ জানুয়ারি রাত ১১.৫৯-এর মধ্যে পছন্দের কলেজ ও কোর্স বেছে নিতে পারবেন তাঁরা।
১০ জানুয়ারি ফলপ্রকাশ। ১০ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নির্দিষ্ট কলেজে উপস্থিত থাকতে হবে পড়ুয়াদের।