D EL ED Course Admission: D.El.Ed কোর্সে ভর্তিতেও দুর্নীতি? স্থগিতাদেশ হাইকোর্টের! আর কোনও আবেদন নিতে পারবে না পর্ষদ

Last Updated:

D.EL.ED Course Admission: D.El.Ed কোর্সে ভর্তির ক্ষেত্রে উঠেছে নতুন দুর্নীতির অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির এজলাসে দায়ের হয় জনস্বার্থ মামলা।

কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্ট।
#কলকাতা: ডি ইএল ইডি কোর্সে ২০২১- ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের। আর কোনও আবেদন পত্র গ্রহণ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ এই নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ৫ ই জানুয়ারি পরবর্তী শুনানি।
D.El.Ed কোর্সে ভর্তির ক্ষেত্রে উঠেছে নতুন দুর্নীতির অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির এজলাসে দায়ের হয় জনস্বার্থ মামলা। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে করা হয় এই মামলা। গত ২৮-১২-২২ এর বিজ্ঞপ্তির একাংশকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়।
advertisement
advertisement
২০২১- ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ২৮-১২-২২ বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ০২-০১-২৩ থেকে ০৬-০১-২৩ পর্যন্ত ফর্ম পূরন করা যাবে। এবং ৩০০০/- টাকা ফি লাগবে। - এই মর্মে জারি হয় বিজ্ঞপ্তি।
advertisement
সাধারণ ভাবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা লাগে ফর্ম পূরনের জন্য। এই কোর্স সম্পূর্ণ করার জন্য প্রতি বছর ২০০ টি কর্মদিবস লাগে। - আদালতে জানাল NCTE. হাইকোর্টে জনস্বার্থ মামলাটি করেন সুকান্ত গুড়িয়া।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
D EL ED Course Admission: D.El.Ed কোর্সে ভর্তিতেও দুর্নীতি? স্থগিতাদেশ হাইকোর্টের! আর কোনও আবেদন নিতে পারবে না পর্ষদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement