ঠিক তেমনিই নদিয়ার বাদকুল্লার ইউনাইটেড অ্যাক্যাডেমির ছাত্র নয়ন সরকার এ বছর উচ্চমাধ্যমিকে পশ্চিমবঙ্গের মধ্যে ১১ তম স্থান অধিকার করেছেন এবং নদিয়াতে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি। ভবিষ্যতে ইতিহাসে অনার্স নিয়ে পড়ে ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে অফিসার হতে চান নয়ন। তার প্রাপ্ত নম্বর ৪৮৬, খুবই অভাব অনটনের সংসার তাদের। বাবা একজন ভ্যান চালক, মা সেলাই-এর কাজ করে কোনওরকমে সংসার চলে।
advertisement
বাবা মা খুব কষ্ট করে ছেলেকে পড়াশুনা করিয়েছে বলে জানান তিনি। আজ সেই কষ্ট সার্থক হয়েছে তাঁর। বাবা মায়ের সঙ্গে কথা বলে একটা জিনিস জানা যায় যে তিনি যদি আরও পড়তে চান, তাকে স্কুলের শিক্ষক থেকে শুরু করে বাবা-মা সকলেই তাকে সাহায্য করবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 2:49 PM IST





