মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা মূলত বিড়িশ্রমিক প্রধান এলাকা ।এর আগে সামশেরগঞ্জের বিড়ি শ্রমিক পরিবারের সন্তানের সাফল্য মেলে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষাতে। এ বার মুর্শিদাবাদের সুতির কাশিমনগর অঞ্চলের সাবির উদ্দিন শেখ এই নিট পরীক্ষায় ৬১১ নম্বর পেয়েছেন। তার এই সাফল্যে ভারী খুশি পরিবার-পরিজন থেকে গোটা গ্রামবাসী।
কোনওরকমে চলে সংসার। ঘরে অভাব নিত্যসঙ্গী। সেই অভাবকে সঙ্গী করে এবং চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যেই NEET পরীক্ষায় অভাবনীয় ফল করলেন সাবির উদ্দিন। তাঁর বাবা পেশায় একজন কৃষক এবং মা বিড়ি শ্রমিক। বাবা চাষের পাশাপাশি অন্য কাজও করেন। মা বিড়ি বাঁধেন এবং সেটা দিয়েই চলে সংসারযাপন।
advertisement
ছোট থেকেই দারিদ্রকে সঙ্গী করে ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন।ছোটবেলা থেকে মেধাবী ছিল সাবির উদ্দিন। সাবির উদ্দিনের ইচ্ছা বড় হয়ে চিকিৎসকের ভূমিকায় গ্রামবাংলার দুঃস্থ মানুষের চিকিৎসা করবেন।
তবে তাঁর সাফল্যের নেপথ্যে বাবা-মায়ের অবদানও বিশাল, জানিয়েছেন এই কৃতী ছাত্র। পিছিয়ে পড়া এলাকা থেকে সাবির উদ্দিনের চমকপ্রদ সাফল্যে খুশির জোয়ার এলাকাজুড়ে।