TRENDING:

Success Story: বাবা কৃষক, মা বিড়ি শ্রমিক! ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ছেলের নজরকাড়া সাফল্য 

Last Updated:

Success Story: সুতির কাশিমনগর অঞ্চলের সাবির উদ্দিন শেখ এই নিট পরীক্ষায় ৬১১ নম্বর পেয়েছে। তার এই সাফল্যে ভারী খুশী তার পরিবার-পরিজন থেকে গোটা গ্রামবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ : প্রকাশিত হয়েছে সর্বভারতীয় নিট অর্থাৎ ডাক্তারি পরীক্ষার ফলাফল। আর এতে জয়জয়কার মুর্শিদাবাদের পড়ুয়াদের। দ্বাদশ শ্রেণি পাশ করার পর চিকিৎসকের পেশায় যাওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন নিট প্রবেশিকা পরীক্ষা পাশ করা। এক কথায় বলা যায় চিকিৎসক হওয়ার প্রথম ধাপ নিট পরীক্ষা।
advertisement

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা মূলত বিড়িশ্রমিক প্রধান এলাকা ।এর আগে সামশেরগঞ্জের বিড়ি শ্রমিক পরিবারের সন্তানের সাফল্য মেলে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষাতে। এ বার মুর্শিদাবাদের সুতির কাশিমনগর অঞ্চলের সাবির উদ্দিন শেখ এই নিট পরীক্ষায় ৬১১ নম্বর পেয়েছেন। তার এই সাফল্যে ভারী খুশি পরিবার-পরিজন থেকে গোটা গ্রামবাসী।

কোনওরকমে চলে সংসার। ঘরে অভাব নিত্যসঙ্গী। সেই অভাবকে সঙ্গী করে এবং চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যেই NEET পরীক্ষায় অভাবনীয় ফল করলেন সাবির উদ্দিন। তাঁর বাবা পেশায় একজন কৃষক এবং মা বিড়ি শ্রমিক। বাবা চাষের পাশাপাশি অন্য কাজও করেন। মা বিড়ি বাঁধেন এবং সেটা দিয়েই চলে সংসারযাপন।

advertisement

ছোট থেকেই দারিদ্রকে সঙ্গী করে ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন।ছোটবেলা থেকে মেধাবী ছিল সাবির উদ্দিন। সাবির উদ্দিনের ইচ্ছা বড় হয়ে চিকিৎসকের ভূমিকায় গ্রামবাংলার দুঃস্থ মানুষের চিকিৎসা করবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে তাঁর সাফল্যের নেপথ্যে বাবা-মায়ের অবদানও বিশাল,  জানিয়েছেন এই কৃতী ছাত্র। পিছিয়ে পড়া এলাকা থেকে সাবির উদ্দিনের চমকপ্রদ সাফল্যে খুশির জোয়ার এলাকাজুড়ে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: বাবা কৃষক, মা বিড়ি শ্রমিক! ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ছেলের নজরকাড়া সাফল্য 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল