TRENDING:

Madhyamik 2023|| MA পাশ মেয়ে অনুপ্রেরণা, একসঙ্গে মাধ্যমিক দিচ্ছেন স্কুলছুট মা ও ছেলে, চিনুন তাঁদের

Last Updated:

Madhyamik 2023: ফিরদৌসীর মা ও দাদা দু’জনেই পুণরায় লেখাপড়া শুরুর ব্যাপারে মনস্থির করে নিয়ে ঘাটশিলা সিদ্দিকীয়া সিনিয়ার হাই মাদ্রাসায় ভর্তি হয়ে যান। এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী তাঁরা দু'জনেই...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেমারী: এম-এ পাশ মেয়ের অনুপ্রেরণায় এ বার একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বহু বছর আগে স্কুলছুট হওয়া মা এবং ছেলে। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এম-এ পাশ করে ফেলেছেন মেয়ে ফিরদৌসী। তাঁর এখন চাকরি জোগাড়ের প্রচেষ্টা চলছে। নিজে উচ্চ শিক্ষিত হতে পারলেও মা ও দাদার কম শিক্ষিত হয়ে থাকাটা কিছুতেই মানতে পারতেন না। তাই মা ও দাদাকে পুণরায় লেখাপড়ার আঙিনায় ফিরিয়ে আনার জন্য অনুপ্রাণিত করেন। তাতে কাজও হয়। ফিরদৌসীর মা এবং দাদা দু’জনেই পুণরায় লেখাপড়া শুরু করেন। ঘাটশিলা সিদ্দিকীয়া সিনিয়র হাই মাদ্রাসায় ভর্তি হন। এমনকি এ বার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রস্তুতিও শুরু করেন।
advertisement

মা এবং ছেলের একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তে মেয়ের মতোই বেজায় খুশি বাবা সাইফুল আলম। এতে মা ও ছেলের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগ্রহ আরও বেড়েছে। জেলার মেমারি হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে বসে এ বার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন আয়েশা বেগম ও তাঁর ছেলে পারভেজ।

Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023

advertisement

আরও পড়ুনঃ হাত নেই তাতে কী! পায়ে লিখেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বর্ধমানের জগন্নাথ

আয়েশা জানান, ‘শৈশবে খুব সুখের ছিল না। মেয়ের অনুপ্রেরনাতেই সংসার সামলে রাতে পড়াশুনা করতেন। আর এ বার সমস্ত প্রতিবন্ধকতা ও সমালোচনাকে দূরে সরিয়ে ছেলের সঙ্গে তিনিও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। এরপর একইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ারও ইচ্ছা রয়েছে তাঁর।

advertisement

আয়েশার মতো তাঁর ছেলে পারভেজ আলমও জানিয়েছেন, বোন এবং বাবার অনুপ্রেরণাতেই আবার লেখাপড়া করছেন। বোন ফিরদৌসী এমএ পাশ করার পর থেকে আমাকে ও মাকে অনুপ্রাণিত করত পুণরায় লেখাপড়া শুরুর জন্য। বোনের অনুপ্রেরণাতেই আমি ও মা লেখাপড়া শুরু করি। এ বারে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই। আয়েশা এবং তাঁর ছেলে পারভেজ দু’জনেই জানিয়েছেন, এখনও পর্যন্ত সব পরীক্ষা ভাল দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, শিক্ষা লাভের কোনও বয়স নেই, শিক্ষার বিকল্পও কিছু নেই।

advertisement

পরীক্ষাকেন্দ্র মেমারী হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তোরাব আলি বলেন, “প্রকৃত অর্থেই আয়েশা বেগম ও তাঁর ছেলে পারভেজ আলম সামাজে একটা দৃষ্টান্ত তৈরি করলেন। মা ও ছেলে অত্যন্ত উৎসাহের সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাঁদের কুর্নিশ।”

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Bonoarilal Chowdhury

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2023|| MA পাশ মেয়ে অনুপ্রেরণা, একসঙ্গে মাধ্যমিক দিচ্ছেন স্কুলছুট মা ও ছেলে, চিনুন তাঁদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল