মা এবং ছেলের একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তে মেয়ের মতোই বেজায় খুশি বাবা সাইফুল আলম। এতে মা ও ছেলের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগ্রহ আরও বেড়েছে। জেলার মেমারি হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে বসে এ বার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন আয়েশা বেগম ও তাঁর ছেলে পারভেজ।
Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023
advertisement
আরও পড়ুনঃ হাত নেই তাতে কী! পায়ে লিখেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বর্ধমানের জগন্নাথ
আয়েশা জানান, ‘শৈশবে খুব সুখের ছিল না। মেয়ের অনুপ্রেরনাতেই সংসার সামলে রাতে পড়াশুনা করতেন। আর এ বার সমস্ত প্রতিবন্ধকতা ও সমালোচনাকে দূরে সরিয়ে ছেলের সঙ্গে তিনিও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। এরপর একইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ারও ইচ্ছা রয়েছে তাঁর।
আয়েশার মতো তাঁর ছেলে পারভেজ আলমও জানিয়েছেন, বোন এবং বাবার অনুপ্রেরণাতেই আবার লেখাপড়া করছেন। বোন ফিরদৌসী এমএ পাশ করার পর থেকে আমাকে ও মাকে অনুপ্রাণিত করত পুণরায় লেখাপড়া শুরুর জন্য। বোনের অনুপ্রেরণাতেই আমি ও মা লেখাপড়া শুরু করি। এ বারে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই। আয়েশা এবং তাঁর ছেলে পারভেজ দু’জনেই জানিয়েছেন, এখনও পর্যন্ত সব পরীক্ষা ভাল দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, শিক্ষা লাভের কোনও বয়স নেই, শিক্ষার বিকল্পও কিছু নেই।
পরীক্ষাকেন্দ্র মেমারী হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তোরাব আলি বলেন, “প্রকৃত অর্থেই আয়েশা বেগম ও তাঁর ছেলে পারভেজ আলম সামাজে একটা দৃষ্টান্ত তৈরি করলেন। মা ও ছেলে অত্যন্ত উৎসাহের সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাঁদের কুর্নিশ।”
Bonoarilal Chowdhury