আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, স্টাফ সিলেকশন কমিশনে ২১৮৭ শূন্যপদে নিয়োগ
শূন্যপদের সংখ্যা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের তরফে মোট ২৪টি শূন্যপদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে।
শূন্যপদ | সংখ্যা |
অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার | ১২ |
জুডিসিয়াল মেম্বার | ১২ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | মিনিস্ট্রি অফ ডিফেন্স (Ministry of Defence) |
পদের নাম | অ্যাডমিনিস্ট্রেটিভ ও জুডিসিয়াল মেম্বার |
শূন্যপদের সংখ্যা | ২৪ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন ও অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ০২.০৫.২০২২ |
আরও পড়ুন: TCS-এ মেগা নিয়োগ! এ বছর ৪০ হাজার কর্মী নিয়োগ করবে এই সংস্থা
আবেদনের যোগ্যতা:
অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার- ট্রাইব্যুনাল রুল ২০২৭ অনুযায়ী প্রার্থীদের অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার, মেজর জেনারেল এবং তার উপরের কোনও পদে অধিষ্ঠিত থাকতে হবে। ভারতীয় সেনা, বিমান বা নৌ বাহিনীতে জজ অ্যাডভোকেট জেনারেল হিসাবে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও অর্থনীতি বিষয়ে বিশেষ জ্ঞান এবং ৩০ বছরের বেশি বয়সী হতে হবে।
জুডিসিয়াল মেম্বার- ট্রাইব্যুনাল রুল ২০২৭ অনুযায়ী প্রার্থীদের উচ্চ আদালতে ১০ বছরের বিচারকের ভূমিকা পালন করতে হবে।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Secretary, Department of Defense, Room No.199-C, South Block, Ministry of Defense, New Delhi-110011’।