MDL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে রেলওয়ে কর্পোরেশনে চাকরি! বারবার আসে না এমন সুযোগ
MDL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৫০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
MDL Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
এসি রেফ্রিজারেটর মেকানিক, কম্প্রেসার অ্যাটেনডেন্ট, চিপার গ্রাইন্ডার, কার্পেন্টার, কম্পোজিট ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, জুনিয়র ড্রাফটসম্যান, মেশিনিস্ট ফিটার, স্টোর কিপারের মতো নানান পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | Mazagon Dock Shipbuilders Limited |
পদের নাম: | নন-একজিকিউটিভ |
শূন্যপদের সংখ্যা: | ১৫০০ |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: | ০৮.০২.২০২২ |
MDL Recruitment 2022: আবেদনের যোগ্যতা
এসি রেফ্রিজারেটর মেকানিক - রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন- হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে নিয়োগ চলছে, আবেদনের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি
কম্প্রেসার অ্যাটেনডেন্ট- মিলরাইট মেকানিক বা মেকানিক মেশিন টুল রক্ষণাবেক্ষণ ট্রেডে NAC পাশ করতে হবে।
ব্রোস ফিনিশার- জাহাজ নির্মাণ শিল্পে ব্রোস ফিনিশার হিসেবে যে কোনও ট্রেডে এমডিএল/ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের শংসাপত্র।
কার্পেন্টার- কার্পেন্টার/শিপরাইট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট পাস।
চিপার গ্রাইন্ডার- প্রার্থীকে যে কোনও ট্রেডে NAC পাশ করতে হবে। অথবা জাহাজ নির্মাণ শিল্পে চিপার গ্রাইন্ডার পদে কাজ করার অভিজ্ঞতা।
কম্পোজিট ওয়েল্ডার- ওয়েল্ডার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট।
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে https://mazagondock.in/writereaddata/career/Advt_No_94_125202254338PM.pdf জানতে পারেন।