Konkan Railway Recruitment 2022: শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে রেলওয়ে কর্পোরেশনে চাকরি! বারবার আসে না এমন সুযোগ

Last Updated:

Konkan Railway Recruitment 2022: লিখিত পরীক্ষা দিতে হবে না। স্রেফ ইন্টারভিউ দিয়ে রেলওয়ে কর্পোরেশনে চাকরির সুযোগ।

#মুম্বই: সম্প্রতি কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের (Konkan Railway Corporation Limited) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
 
Konkan Railway Recruitment 2022: ইন্টারভিউয়ের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, যোগ্য প্রার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২২-এ ইন্টারভিউ দিতে পারবেন। ইন্টারভিউয়ের দিন রেজিস্ট্রেশনের সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। প্রার্থীদের ‘Executive Club, Konkan Rail Vihar, Konkan Railway Corporation Ltd. Sector-40, Seawoods (West), Navi Mumbai, 400706’ এই ঠিকানায় গিয়ে রিপোর্ট করতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন- ভারতীয় সেনাবাহিনীতে কাজের দারুণ সুযোগ, আজই আবেদন করুন
Konkan Railway Recruitment 2022: শূন্য পদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৪টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
Konkan Railway Recruitment 2022: শূন্য পদের বিস্তারিত বিবরণ
অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (ফ্যাব্রিকেশন)- ৪টি পদ
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ফ্যাব্রিকেশন)- ১০টি পদ
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (Konkan Railway Corporation Limited)
পদের নাম:প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্য পদের সংখ্যা: ১৪
কাজের স্থান:নয়াদিল্লি, রায়পুর, সুরাট, আম্বালা, নাগপুর এবং অন্য যে কোনও স্থানে
কাজের ধরন:কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু:কিছু জানানো হয়নি
বেতনক্রম:কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ দিন:কিছু জানানো হয়নি
advertisement
Konkan Railway Recruitment 2022: আবেদনের যোগ্যতা
যে প্রার্থীরা উভয় পদের জন্য আবেদন করতে চান, তাঁদের সিভিল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্বীকৃত (AICTE) বিশ্ববিদ্যালয় থেকে ৫৫% নম্বর-সহ উত্তীর্ণ বা সমমানের যোগ্যতায় উত্তীর্ণ হতে হবে।
Konkan Railway Recruitment 2022: বয়সসীমা
অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (ফ্যাব্রিকেশন)- ৪৫ বছর
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ফ্যাব্রিকেশন)- ৩৫ বছর
advertisement
আরও পড়ুন- উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! অনলাইনেই প্রাক্টিক্যাল ক্লাস
Konkan Railway Recruitment 2022: বিশেষ ঘোষণা
পোস্টিং এর স্থান হবে নয়াদিল্লি, রায়পুর, সুরাট, আম্বালা, নাগপুর এবং অন্য যে কোনও ফ্যাব্রিকেশন হাবে। প্রার্থীদের দ্বারা ব্যক্তিগত ভাবে জমা দেওয়া আবেদনগুলির প্রাথমিক স্ক্রিনিংয়ের পরে, যোগ্য প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে।
advertisement
প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় ন্যূনতম ২ দিনের জন্য প্রস্তুত থাকতে হবে, যদি প্রয়োজন হয়। সে ক্ষেত্রে প্রতিষ্ঠান কোনও খরচ বহন করবে না।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Konkan Railway Recruitment 2022: শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে রেলওয়ে কর্পোরেশনে চাকরি! বারবার আসে না এমন সুযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement