Indian Army Recruitment 2022: ভারতীয় সেনাবাহিনীতে কাজের দারুণ সুযোগ, আজই আবেদন করুন

Last Updated:

ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Indian Army Recruitment 2022)

Recruitment 2022
Recruitment 2022
#নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত মহিলা ল' গ্র্যাজুয়েটদের জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চে (Judge Advocate General Branch) নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Indian Army Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
Indian Army Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOTIFICATION_FOR_JAG_ENTRY_SCHEME_29_OCT_2022__COURSE.pdf জানতে পারেন।
advertisement
সংস্থা:ভারতীয় সেনাবাহিনী (Indian Army)
পদের নাম:জাজ অ্যাডভোকেট জেনারেল
শূন্যপদের সংখ্যা:
কাজের স্থান:কিছু জানানো হয়নি
কাজের ধরন:কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি:অনলাইন
advertisement
আবেদনের শেষ দিন: ১৭.০২.২০২২
Indian Army Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের LLB ডিগ্রিতে ন্যূনতম ৫৫% মোট নম্বর থাকতে হবে (স্নাতকের পরে তিন বছর পেশাদার বা ১০+২ পরীক্ষার পরে পাঁচ বছর)। তাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া/স্টেট-এ অ্যাডভোকেট হিসাবে রেজিস্ট্রেশনের জন্যও যোগ্য হতে হবে। প্রার্থীকে বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হতে হবে।
advertisement
Indian Army Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
পুরুষ- ৬টি পদ
মহিলা- ৩টি পদ
Indian Army Recruitment 2022: বিশেষ ঘোষণা
অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অফিসার পদ পাওয়ার পর প্রার্থীদের ছয় মাসের জন্য প্রবেশন পিরিয়ডে থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "যদি প্রার্থীকে প্রবেশনারি সময়ের মধ্যে অনুপযুক্ত বলে রিপোর্ট করা হয়, তাহলে তার পরিষেবাগুলি প্রবেশনারি সময়ের মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে যে কোনও সময় বন্ধ করা হতে পারে।"
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Army Recruitment 2022: ভারতীয় সেনাবাহিনীতে কাজের দারুণ সুযোগ, আজই আবেদন করুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement