MPSC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। যে সকল প্রার্থীরা পূর্বেই আবেদন করেছিলেন তাদের আর আবেদনের প্রয়োজন নেই।
advertisement
আরও পড়ুন- Job Vacancy: শিক্ষক নিয়োগ চলছে, রইল আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য
MPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
MPSC Recruitment 2021: | শূন্যপদের বিস্তারিত বিবরণ |
হোমিওপ্যাথিক ফিজিশিয়ান- | ৭টি পদ |
ইউনানি ফিজিশিয়ান- | ৩টি পদ |
সংস্থা: | মণিপুর পাবলিক সার্ভিস কমিশন (Manipur Public Service Commission) |
পদের নাম: | হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, ইউনানি ফিজিশিয়ান |
শূন্যপদের সংখ্যা: | ১০ |
কাজের স্থান: | মণিপুর |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থী বাছাই |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | নির্দিষ্ট ডিসিপ্লিনে স্নাতক পাস, হোমিওপ্যাথিক মেডিসিন এবং সার্জারিতে ডিপ্লোমা ও ২ বছরের কাজের অভিজ্ঞতা |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: | ২০.১২.২০২২ |
MPSC Recruitment 2021: আবেদনের যোগ্যতা
যে সকল প্রার্থীরা নির্দিষ্ট ডিসিপ্লিনে স্নাতক পাস করেছেন তাঁরা আবেদনের যোগ্য। যাঁরা হোমিওপ্যাথিক মেডিসিন এবং সার্জারিতে ডিপ্লোমা করেছেন তাঁরাও শুধুমাত্র ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই হোমিওপ্যাথিক চিকিৎসক পদের জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সে চাকরির সুযোগ, জানুন বিশদে
MPSC Recruitment 2021: আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি হিসাবে ৫০০ টাকা দিতে হবে। SC, ST ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫০ টাকা দিতে হবে।
MPSC Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
MPSC-এর তরফে জানানো হয়েছে, প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় মোট ২০০ নম্বর থাকবে এবং ইন্টারভিউ মোট ৩০ নম্বরের হবে।