মানিক ভট্টাচার্য এজলাসে বলেন, "আমার একটা পাসপোর্ট। সেটাই রিনিউ করেছি। আমার দুটো পাসপোর্ট নেই। আমার দুটো পাসপোর্ট থাকলে Govt অফ ইন্ডিয়া পাসপোর্ট যাঁরা দেন তাহলে ওদের দোষ দিতে হয়। ২০০৮ ( দুহাজার আট সালে ) সালে প্রথম পাসপোর্ট করি। দ্বিতীয় রিনিউ করি। প্রথম পাসপোর্টের নম্বর দ্বিতীয় পাসপোর্টে রয়েছে। সিবিআইকে ও ইডিকে বলেছি। আমার নাকি দুটো পাসপোর্ট সম্পূর্ণ ভুল তথ্য, আমার সোশ্যাল প্রেস্টিজ কোথায় যাচ্ছে?আমাকে ফাঁসি দেওয়া হোক যদি লন্ডনে আমার বাড়ি থাকে। ইডি সব দেখেছে।"
advertisement
"১৯৮৯ প্রথম যাদবপুরে ফ্ল্যাট কিনি। যাদবপুরে ৬৬০ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। এর কুড়ি বছর আরেকটা যাদবপুরে ফ্ল্যাট নিলাম ফ্যামিলি বাড়ার পর। আরেকটা বাড়ি নদীয়ায় আছে। আমার বাড়ি লন্ডনে? নদীয়া কি লন্ডন অধিগ্রহন করেছে? লন্ডনের মধ্যে নদীয়া? কিছু বলার নেই। আমার সম্মান কেউ ফেরত দেবে? আমার দুটো পাসপোর্ট কোথায়? সম্পূর্ণ ভুল তথ্য। আমি বাইরে থাকলে বলতে পারতাম কিন্তু আমি কাস্টডিতে সেক্ষেত্রে আমার আইনজীবী হয়ে বলুন আদালতে আমার দুটো পাসপোর্ট নেই। "