TRENDING:

Higher Secondary New Schedule: উচ্চ মাধ্যমিকের সূচিতে বড় বদল, নবান্নে ঘোষণা মমতার

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা হবে (Higher Secondary 2022)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উপনির্বাচনের জন্য বড়সড় বদল হল উচ্চ মাধ্যমিকের সূচি (Higher Secondary New Schedule)৷ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ দিন জানিয়েছেন, ২ এপ্রিল নির্ধারিত দিনেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ কিন্তু ২, ৪ এবং ৫ এপ্রিলের পর দশ দিনের বিরতি থাকবে উচ্চ মাধ্যমিকে৷ এর পর ফের পরীক্ষা হবে ১৬ এপ্রিল৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা হবে৷ ৪ এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে৷ ৫ এপ্রিল হবে ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা৷ এর পর ১৬ এপ্রিল হবে অঙ্ক পরীক্ষা৷ ১৮ এপ্রিল অর্থনীতির পরীক্ষা হবে, ১৯ এপ্রিল হবে কম্পিউটার সায়েন্স পরীক্ষা৷ এর পর ২০ এপ্রিল হবে কমার্শিয়াল ল পরীক্ষা৷

advertisement

আরও পড়ুন: মাধ্যমিকের নিয়ে বিরাট বড় খবর! কবে বেরোবে রেজাল্ট? জানিয়ে দিল পর্ষদ

২১ তারিখ জেইই মেইন পরীক্ষা থাকায় উচ্চ মাধ্যমিকের রাখা হচ্ছে না৷ ২২, ২৩, ২৬ এবং ২৭ এপ্রিল ফের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা থাকছে৷ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে ৩০ এপ্রিল৷

advertisement

উচ্চ মাধ্যমিকের নতুন সূচি৷ 

আরও পড়ুন: পিছিয়ে গেল ISC দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ, জানুন

আগের সূচি অনুযায়ী ২৬ এপ্রিল উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার কথা ছিল৷ পরিবর্তিত সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হবে ২৭ এপ্রিল৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একই দিনে একাধিক বিষয়ের পরীক্ষা রয়েছে৷ ফলে, কলা, বাণিজ্য, বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ের পরীক্ষা একই দিনে নেওয়া হবে৷ শিক্ষা দফতরের তরফে পরীক্ষার বিস্তারিত সূচি জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পড়ুয়াদের তৈরি খাবার নিয়ে ফুড ফেস্টভ্যাল স্কুলে, চিকেন ফুচকা থেকে কোল্ড কফি সব আছে
আরও দেখুন

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনের জন্য পরীক্ষার মধ্যেই বাধ্য হয়ে এই লম্বা বিরতি নিতে হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা অনেক চেষ্টা করেছিলাম৷ কিন্তু আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে৷ ছাত্রছাত্রীদের কাছে তাই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি৷ '

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary New Schedule: উচ্চ মাধ্যমিকের সূচিতে বড় বদল, নবান্নে ঘোষণা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল