মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা হবে৷ ৪ এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে৷ ৫ এপ্রিল হবে ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা৷ এর পর ১৬ এপ্রিল হবে অঙ্ক পরীক্ষা৷ ১৮ এপ্রিল অর্থনীতির পরীক্ষা হবে, ১৯ এপ্রিল হবে কম্পিউটার সায়েন্স পরীক্ষা৷ এর পর ২০ এপ্রিল হবে কমার্শিয়াল ল পরীক্ষা৷
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের নিয়ে বিরাট বড় খবর! কবে বেরোবে রেজাল্ট? জানিয়ে দিল পর্ষদ
২১ তারিখ জেইই মেইন পরীক্ষা থাকায় উচ্চ মাধ্যমিকের রাখা হচ্ছে না৷ ২২, ২৩, ২৬ এবং ২৭ এপ্রিল ফের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা থাকছে৷ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে ৩০ এপ্রিল৷
উচ্চ মাধ্যমিকের নতুন সূচি৷
আরও পড়ুন: পিছিয়ে গেল ISC দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ, জানুন
আগের সূচি অনুযায়ী ২৬ এপ্রিল উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার কথা ছিল৷ পরিবর্তিত সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হবে ২৭ এপ্রিল৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একই দিনে একাধিক বিষয়ের পরীক্ষা রয়েছে৷ ফলে, কলা, বাণিজ্য, বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ের পরীক্ষা একই দিনে নেওয়া হবে৷ শিক্ষা দফতরের তরফে পরীক্ষার বিস্তারিত সূচি জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনের জন্য পরীক্ষার মধ্যেই বাধ্য হয়ে এই লম্বা বিরতি নিতে হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা অনেক চেষ্টা করেছিলাম৷ কিন্তু আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে৷ ছাত্রছাত্রীদের কাছে তাই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি৷ '
