TRENDING:

Malda News: সরকারি স্কুল শিক্ষকের অভিনব আইডিয়া! পড়াশুনার পাশাপাশি পড়ুয়ারা পাচ্ছে আয়ের দিশাও, উজ্জ্বল হচ্ছে ভবিষ্যৎ

Last Updated:

Malda News: কোন‌ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক নয়, মালদহের এই স্কুল শিক্ষকের অভিনব চিন্তাধারা উপার্জনের দিশা দেখাচ্ছে স্কুল পড়ুয়াদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: কোন‌ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক নয়, মালদহের এই স্কুল শিক্ষকের অভিনব চিন্তাধারা উপার্জনের দিশা দেখাচ্ছে স্কুল পড়ুয়াদের। পড়াশোনার পাশাপাশি স্কুল পড়ুয়াদের হাতের কাজে আগ্রহী করে তুলতে নিজের উদ্যোগে স্কুলে শুরু করেছেন হস্তশিল্পের ক্লাস। মালদহের পুরাতন মালদহের ভাবুক রাম মার্ডি হাই স্কুলের সহকারী শিক্ষক সৈকত চৌধুরী। পড়াশোনার পাশাপাশি সিলেবাসের বাইরে গিয়ে নিজের উদ্যোগে স্কুলের পড়ুয়াদের হস্তশিল্পে পারদর্শী করে তুলতে দৃঢ় সংকল্প নিয়েছেন তিনি।
advertisement

কাঠের তৈরি একাধিক রকম উপকরণ সামগ্রী থেকে কাঠ পুতুল, মুখা, লক্ষ্মী পেঁচা ইত্যাদি একাধিক রকম কাঠ সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্কুলের পড়ুয়াদের। এমন প্রশিক্ষণের ফলে পড়ুয়ারা নিজেদের শিল্পকর্ম বিক্রি করে উপার্জন করতে পারবেন। উপার্জনের সেই টাকায় নিজের পড়াশোনার খরচ নিজেরাই চালাতে পারবে বলে অভিমত সৈকত বাবুর।

আরও পড়ুন: আলু চাষে যুগান্তকারী পদক্ষেপ মালদহের চাষির! নিজেই তৈরি করলেন ২৬ প্রজাতির বীজ, রয়েছে বিশেষ বিশেষত্ব

advertisement

মালদহের ওই সহকারী শিক্ষক সৈকত চৌধুরী জানান, “বাল্যকালে স্কুল জীবনে এই হাতের কাজ শিখেছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি কীভাবে অর্থ উপার্জন করে এগিয়ে যাওয়া যায় তা অন্যতম বিকল্প হচ্ছে হস্তশিল্প। এই কাজে পড়ুয়ারা বাড়িতে বসে নিজেদের কাঠের একাধিক রকম উপকরণ তৈরি করে বাজারে বিক্রি করতে পারবেন। পড়ুয়ারা আগ্রহী থাকায় তাঁদের এই প্রশিক্ষণ দিচ্ছি। এই প্রশিক্ষণ নিয়ে প্রতিবছরই কলা উৎসবে পড়ুয়ারা তাঁদের হাতের তৈরি একাধিক রকম উপকরণ তৈরি করে প্রদর্শনীতে নিয়ে যান।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
তাঁর হাতেই ম্যাজিকের মতো বদলে গিয়েছে গোটা গ্রামের অর্থনীতি! স্বনির্ভরতার নায়ক ‘ব্যাগ দাদু
আরও দেখুন

মালদহের ইংরেজবাজার ব্লকের কোতয়ালি এলাকার বাসিন্দা সৈকত চৌধুরী। পুরাতন মালদহের ভাবুক রাম মার্ডি হাই স্কুলের সহকারী শিক্ষক তিনি। আদিবাসী অধ্যুষিত এলাকার পড়ুয়াদের আত্মনির্ভরশীল করে তুলতে নিরলস প্রয়াস করে চলেছেন সৈকতবাবু। যদিও হস্তশিল্পের কোনও ক্লাস রুটিন স্কুলে নেই। এই রুটিনের বাইরে অতিরিক্ত সময়ে তিনি হাতের কাজের শিক্ষা দিয়ে চলেছেন পড়ুয়াদের। এমনকী ছুটির দিনে বাড়িতে ডেকে নিয়ে এসেও চলে শিক্ষাদান। তাঁর ছাত্রছাত্রীরা হাতের কাজে জেলা ছাড়িয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Malda News: সরকারি স্কুল শিক্ষকের অভিনব আইডিয়া! পড়াশুনার পাশাপাশি পড়ুয়ারা পাচ্ছে আয়ের দিশাও, উজ্জ্বল হচ্ছে ভবিষ্যৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল