স্কুলগুলিকে সতর্ক করে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের। পর্ষদের নির্ধারিত সিলেবাসের বাইরে প্রশ্ন হলে স্কুলের প্রধান শিক্ষককে কৈফিয়ৎ দিতে হবে।
আরও পড়ুন: যাদবপুর থেকে শিক্ষা, শিলিগুড়ি পলিটেকনিক কলেজে র্যাগিং রুখতে বিশেষ উদ্যোগ
স্কুলগুলিকে সতর্ক করে এবার চিঠি পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ। বাইরের কোনও সংস্থার সহযোগিতা নিয়ে কোনওরূপ পরীক্ষা নেওয়া যাবে না। পর্ষদের গাইডলাইন মেনেই টেস্ট পরীক্ষা নিতে হবে। শুধু তাই নয় পরীক্ষার হয়ে যাওয়ার পরও মানতে পর্ষদের নির্দেশ।
advertisement
টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শেষ হলেই পর্ষদের ইমেইল আইডিতে পাঠাতে হবে। রাজ্যজুড়ে পর্ষদ অনুমোদিত স্কুল গুলিকে আগাম সতর্কবার্তা মধ্যশিক্ষা পর্ষদের।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য খরচও বাড়াতে চলেছে বোর্ড। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র পিছু ১০ টাকা করে স্কুলগুলিকে দেবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেকটি স্কুলকে নোটিস পাঠিয়ে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।