প্রথমেই তিনি ছাত্র-ছাত্রীদের ইতিহাস ভীতি কাটানোর পরামর্শ দিয়েছেন। তার সঙ্গে টেক্সট বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং মনে রাখতে হবে। তিনি বলেন, MCQ এবং SQ প্রশ্ন প্রচুর তাই এগুলি সুন্দরভাবে করতে হবে। তার সঙ্গে দু’নম্বরের যে প্রশ্নগুলি আছে, সেগুলির উত্তর দিতে গেলে এক-একটা প্রশ্নের যেন ৪ মিনিট করে সময় ধার্য করতে হবে।
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
আরও পড়ুন- স্পষ্ট ‘বেবিবাম্প’! বিয়ের ১০ মাসেই ঘটা করে সাধ খেলেন মোহর, হবু মা-কে আলিঙ্গন দুর্নিবারের, রইল ছবি
সবশেষে বড় প্রশ্নগুলি ভাল করে লেখার জন্য ২৫ মিনিট করে সময় নেওয়ার কথা বলেন তিনি। বিভিন্ন টেস্ট পেপারে যে প্রশ্নগুলি আছে, সেগুলি একটু ভাল করে অনুশীলনের কথা বলেছেন তিনি। শুধুমাত্র সাল-তারিখ ঘটনাবলী নয়, এখন সামগ্রিক জীবনচর্চা অর্থাৎ আগের ইতিহাস আর বর্তমানের ইতিহাস অনেকটা পাল্টে গিয়েছে।
এখন যে আধুনিক ইতিহাস দশম শ্রেণীতে পড়ানো হয়, আগের থেকে এখন অনেকটাই পরিবর্তিত হয়েছে।কুন্তল বাবু বলেন, ইতিহাস মানেই যে ভুলে যাবে, এমনটা মনে করার কিছু নেই। এটা মাথায় না নিয়ে সহজ সরল ভাবে পড়ে যেতে হবে।সবশেষে তিনি বলেন সবার পরীক্ষা ভালো হোক এবং রেজাল্ট করুক এই শুভেচ্ছা জানিয়েছেন সকলের উদ্দেশে।
Suvojit Ghosh