মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৪
WBBSE Madhyamik Result 2024 Today : আজ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, সহজে-সরাসরি রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে
www.wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এর মতো সরকারি ওয়েবসাইটের পাশাপাশি বেশ কিছু বেসরকারি ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফল জানা যাবে। ওই দিনই সকাল ১০টায় স্কুলগুলি মার্কশিট পাবে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে। ফলে বৃহস্পতিবার দুপুর থেকেই স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা জীবনের প্রথম বড় পরীক্ষার মার্কশিট পেতে পারবে।
advertisement
আরও পড়ুন: বৃহস্পতিবার মাধ্যমিকের ফলপ্রকাশ, অপেক্ষায় লক্ষ লক্ষ পড়ুয়া! কখন রেজাল্ট? জানুন
কীভাবে রেজাল্ট দেখবেন পরীক্ষার্থীরা?
ওয়েবসাইটে লগ-ইন ক্রেডেনসিয়ালে রোল নম্বর, ডেট অব বার্থ দিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। মার্কশিটের পিডিএফ নামাতে পারবে তারা।
ধাপে ধাপে দেখতে হবে রেজাল্ট
— অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ক্লিক করুন
— WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করুন
— রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করতে
—লগ-ইন করলেই দেখা যাবে রেজাল্ট
আরও পড়ুন: সারারাত মোবাইল চার্জে, রোজ ১০০ শতাংশ চার্জ দেন ফোনে! মোবাইলে কতটা চার্জ দেওয়া উচিত জানেন?
এ বছর মাধ্যমিকে প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী। লোকসভা নির্বাচনের জন্য এবছর বেশ কিছুটা এগিয়ে আনা হয় মাধ্যমিক পরীক্ষা। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে। মাধ্যমিক পরীক্ষা চলেছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলাফল প্রকাশিত হবে ২ মে, বৃহস্পতিবার। ফল বেরনোর পর শুক্রবারই একাদশে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা।