TRENDING:

Madhyamik Examination 2024: হাতে গোনা কয়েকদিন পরেই মাধ্যমিক, অ্যাডমিট কার্ড নিয়ে বড় ঘোষণা পর্ষদের

Last Updated:

Madhyamik Examination Admit Card: লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কবে থেকে পাবে অ্যাডমিট কার্ড? গুরুত্বপূর্ণ আপডেট দিল মধ্যশিক্ষা পর্ষদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্য জুড়ে আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা দেবে লক্ষ লক্ষ পরীক্ষার্থী। আর সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে?  সেই নিয়ে নির্দেশিকা জারি করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ নির্দেশিকায় জানিয়েছে  আগামী ২২ জানুয়ারি থেকে বিভিন্ন স্কুলগুলি পর্ষদের ক্যাম্প অফিসগুলি মারফত অ্যাডমিট কার্ড নিতে পারবে। ওই দিন সকাল ১১ টা থেকে ক্যাম্প অফিসগুলি থেকে অ্যাডমিট কার্ড নেওয়া যাবে। ২৪  জানুয়ারি থেকে স্কুলগুলি মারফত ছাত্র-ছাত্রীরা  admit card নিতে পারবেন।
মাধ্যমিক অ্যাডমিট কার্ডের আপডেট
মাধ্যমিক অ্যাডমিট কার্ডের আপডেট
advertisement

ইতিমধ্যেই এই নির্দেশিকা বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে বলেও পর্ষদ সূত্রে জানা গেছে। সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড গুলিতে কোনও ভুল থাকলে ২৯  জানুয়ারির মধ্যে তা সংশোধন করতে হবে। নির্দেশিকায় তাও জানিয়েছে পর্ষদ।

আরও পড়ুন – Samudra Shastra: কাঁড়িকাঁড়ি কাঁচা টাকা, নাকি ভাঁড়ে মা ভবানী! আপনার নাকই বলে দেবে আপনার ব্যাঙ্ক ব্যালান্স

advertisement

অন্যদিকে এডমিট কার্ডের জন্য “এনরোলমেন্ট ফর্ম” যে সমস্ত স্কুল এখনও পর্যন্ত জমা দেয়নি তাদের জন্য ফের সময়সীমা বাড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্কুলগুলি চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম জমা দিতে পারবে। সেক্ষেত্রে স্কুলকে লেট ফাইন দিয়েই আবেদন পত্র জমা দিতে অনুমতি দেওয়া হবে। পর্ষদ জানিয়েছে ১০০ টাকা করে ছাত্র পিছু লেট ফাইন দিতে হবে স্কুলগুলিকে। ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলগুলির কাছে সময়সীমা ছিল enrollment form জমা দেওয়ার জন্য। কিন্তু তা সত্য দেখা গেল একাধিক স্কুল নির্দিষ্ট সময়সীমার মধ্যেও এনরোলমেন্ট ফর্ম জমা দিতে পারিনি। তার জন্যই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

advertisement

প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই জেলায় জেলায় নজরদারি টিম তৈরি করেছে পর্ষদ। পরীক্ষা কেন্দ্র গুলির প্রস্তুতি খতিয়ে দেখতে ১৪ দফা প্রশ্নমালা নিয়ে যে বিভিন্ন জেলায় জেলায় এই নজরদারি টিম পরীক্ষা কেন্দ্রগুলিতে পরিদর্শন করবে। সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র গুলিতে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষা কর্মী রয়েছে নাকি? তাও খতিয়ে দেখে আগামী ৭ দিনের মধ্যেই রিপোর্ট দিতে হবে নজরদারি কমিটি গুলিকে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্র গুলির বিভিন্ন পরিকাঠামো সহ পর্ষদ এর গাইডলাইন সম্পর্কে কর্তব্যরত শিক্ষক-শিক্ষিকা অশিক্ষক কর্মীদের পর্যাপ্ত ধারণা রয়েছে নাকি? সে সম্পর্কেও তথ্য নিয়ে জানাবে এই টিম।

advertisement

পর্ষদ সূত্রে খবর মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিভিন্ন জেলায় জেলায় এখনো বৈঠক করছে পর্ষদ সভাপতি সহ আধিকারিকরা। সেই বৈঠকেই পরীক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হচ্ছে জেলায় জেলায়।

Somraj Banerjee

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Examination 2024: হাতে গোনা কয়েকদিন পরেই মাধ্যমিক, অ্যাডমিট কার্ড নিয়ে বড় ঘোষণা পর্ষদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল