Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
হলদিয়ার মনোহরপুর হাইস্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল সঞ্জীব। তার সাফল্যে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ তাঁর গোটা পরিবার। খুশি পাড়া প্রতিবেশী সকলেই। মাধ্যমিকের ফলাফলে সে মোট ৩১৫ পেয়েছে। ৪৫ শতাংশ নম্বর পেয়ে এবার সসম্মানেই সে পাশ করেছে। আগামিদিনে উচ্চমাধ্যমিক পরীক্ষা, তারপর উচ্চ শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হতে চায় লড়াকু সঞ্জীব।
advertisement
আরও পড়ুন: ‘আমাকে যেদিন ডাকবে…’, অভিষেকের চ্যালেঞ্জ শুনেই দিলীপ যা বললেন, তুমুল শোরগোল
২০১৯ সালে বাড়ির কাজের সময় বাম পায়ের উরুর পেশিতে লোহার শাবলের আঘাত লেগে ফুলে গিয়েছিল। পরবর্তী সময়ে সেই অংশেই ক্যান্সার ধরা পড়লে পা কেটে বাদ দিতে হয় সঞ্জীবের। তারপর থেকে শুধু লড়াই আর লড়াই। জীবন যুদ্ধের লড়াই সামলে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল সঞ্জীব। পরীক্ষার সাফল্যে খুশি সঞ্জীব।
আরও পড়ুন: ‘কালীঘাটের কাকু’র বাড়িতে কী এমন পেল ইডি, তড়িঘড়ি ছুটল বেহালার সোনার দোকান!
চিকিৎসা খরচ সামলাতে গিয়ে বর্তমানে ঋণের চাপে দিশেহারা তার পরিবার। সঞ্জীবের বাবা রাজমিস্ত্রির কাজ করে সামান্য রোজকার করেন। ভবিষ্যতে ছেলের চিকিৎসা এবং পড়াশোনার খরচ যোগাড় কীভাবে হবে তা নিয়ে চিন্তায় সঞ্জীবের পরিবার। তবে, তার পড়াশোনা, তার চিকিৎসার জন্য সাহায্য তার লড়াই সে চালিয়ে যেতে পারবে বলে নিউজ ১৮ বাংলা-কে জানিয়েছে।