এক বছর পেরিয়ে গেলেও ৫৩টি স্কুলের কয়েকশো পড়ুয়ার মাধ্যমিকে রেজিস্ট্রেশন করায়নি সংশ্লিষ্ট স্কুলগুলি। বারবার বলা সত্ত্বেও স্কুলগুলির রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অনীহা। তার জেরেই পড়ুয়া পিছু স্কুলগুলিকে ৫ হাজার টাকা করে ফাইন দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য।
আরও পড়ুন: বেকারদের জন্য সুখবর! রামকৃষ্ণ মিশনে মাত্র ৩ মাসের কোর্সে চাকরির সুযোগ, জানুন
৫৩টি স্কুলকে কড়া নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। আগামী ফেব্রুয়ারি মাসে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। এক বছর আগে সময়সীমা থাকলেও কেন স্কুলগুলি সংশ্লিষ্ট পড়ুয়াদের রেজিস্ট্রেশন করতে গড়িমসি করেছে?
advertisement
আরও পড়ুন: দমদম জংশনে লাইনের কাজের জের, একাধিক ট্রেন বাতিল-সময়সূচি বদল! তালিকায় কোন কোন ট্রেন? বড় আপডেট জানুন
প্রশ্ন তুলে কড়া নির্দেশ সংশ্লিষ্ট স্কুলগুলিকে মধ্যশিক্ষা পর্ষদের বলেই পর্ষদ সূত্রের খবর। পর্ষদের দাবি, একাধিক স্কুলের তরফে দেরিতে রেজিস্ট্রেশন করানো হলেও বিনা জরিমানাতেই সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের রেজিস্ট্রেশন করিয়েছে পর্ষদ। একটি টাইমলাইন দেওয়ার পরেও কেন ৫৩টি স্কুল সময়মাফিক রেজিস্ট্রেশন করাল না? যদিও এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
