পরীক্ষার নিয়ম সংক্রান্ত বিষয়ও বিশদে জানিয়ে দিল বোর্ড৷ ১০. ৪৫ থেকে প্রশ্ন বিতরণ শুরু হবে। ১১ টা থেকে পরীক্ষা শুরু হবে। ২ টো পর্যন্ত চলবে। ২ তারিখ থেকে শুরু হবে। ১২ তারিখ পর্যন্ত চলবে। ২৬৮২ টি স্কুলে পরীক্ষা হবে৷ একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক স্কুল নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা দেয়নি। ৯৫৪ টি স্কুল নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা দেয়নি।
advertisement
সূত্রের খবর, পরীক্ষা পরিচালনার জন্য পর্ষদ স্কুলকে দেওয়া অর্থের পরিমান বাড়িয়েছে। ফাইন বাড়ানো প্রসঙ্গে বোর্ডের পক্ষ থেকে জানান হয়, ‘‘ফাইনটা সচেতনতা বাড়ানোর জন্য করা হয়েছে। আদালত নির্ধারিত কম ফাইন নেওয়া হয়েছে। ২৭৭৮৩ জন এর সার্টিফিকেট ভেরিফাই করে পাঠিয়ে দিয়েছি SIR-এর জন্য৷ ২৬৮৩ জন শিক্ষক আমাদের প্রতিদিন লাগে। সেইরকম কোনও শিক্ষক SIR-এ থাকলে তাঁকে ছাড়তে হবে। আমরা সেটা জানিয়েছি। পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্ন করা উচিত নয়। কোনও স্কুলকে শুনানি কেন্দ্র করা হয়নি বলেই আমাদের কাছে খবর আছে। আমরা নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছি তার কোনও উত্তর পাইনি।’’
প্রসঙ্গত, সোমবার মাধ্যমিক তা সত্ত্বেও এখনও অ্যাডমিট কার্ড আসেনি ভবানীপুরের একটি নামী স্কুলে৷ স্কুলের গাফিলতিতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। স্কুল কতৃপক্ষকে ১০০০০ টাকা জরিমানা হাইকোর্টের। শুক্রবার সন্ধের মধ্যে এনরোলমেন্ট চেয়ে আবেদন করতে নির্দেশ মাধ্যমিক পড়ুয়া অয়ন দাসকে। মধ্যশিক্ষা পর্ষদকে জরুরি ভিত্তিতে অ্যাডমিট কার্ড প্রদানের নির্দেশ বিচারপতির।
আরও পড়ুন: বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা ঝরে? কোন সমস্যার লক্ষণ? এখনই জানুন
লেট ফি বা জরিমানা নিয়ে এনরোলমেন্ট নথিভুক্ত করবে মাধ্যমিক বোর্ড, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ভবানীপুরের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।
