জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য অভিভাবকের সঙ্গে বাইকে আসছিলেন ওই দুই ছাত্রী। উল্টো দিক থেকে আসা আরেকটি বাইককে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। রাস্তায় লুটিয়ে পড়েন সকলে। স্থানীয়রাই উদ্ধার করে আহত তিনজনকে নিয়ে আসেন অশোকনগর সব্দালপুর গ্রামীণ হাসপাতালে।
advertisement
দুর্ঘটনায় আহতদের মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে আহত দুই পরীক্ষার্থীর চিকিৎসা চলছে গ্রামীণ হাসপাতালেই। তাদের কোমর ও হাতে চোট লেগেছে। তবে ছাত্রীরা পরীক্ষা দিতে পারবেনা জেনেই, স্থানীয় প্রশাসনের উদ্যোগে এরপর তড়িঘড়ি হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয় ওই আহত দুই ছাত্রীর।
তাদের বাড়ি অশোকনগর দাতারী মণ্ডল হাট এলাকায় বলে জানা গিয়েছে। তারা গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গিয়েছে। কিছু দূরে রাজিবপুর এ ভি স্কুলে এদিন মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়েছিল তাদের। প্রশাসনের এমন উদ্যোগে ছাত্রীরা পরীক্ষা দিতে পারায় খুশি পরিবার পরিজনেরাও।
Rudra Narayan Roy