TRENDING:

Madhyamik Examination 2025: হাসপাতালের বেডে শুয়েই মাধ্যমিক ২ ছাত্রীর! কী হয়েছিল রাস্তায়? জানলে শিউরে উঠবেন

Last Updated:

Madhyamik Examination 2025: দুর্ঘটনাকে জয় করে প্রশাসনের তৎপরতায় হাসপাতালের বেডে শুয়েই দুই ছাত্রী দিল মাধ্যমিক পরীক্ষা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা, উদ্ধার করে দুই ছাত্রীকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। হাতে আর বাকি মাত্র কিছুটা সময়, জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে পারবে না তারা তৈরি হয় তেমনই আশঙ্কা। তবে অবশেষে প্রশাসনের তৎপরতায় হাসপাতালের বেডে শুয়েই ছাত্রীদের পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হল।
advertisement

জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য অভিভাবকের সঙ্গে বাইকে আসছিলেন ওই দুই ছাত্রী। উল্টো দিক থেকে আসা আরেকটি বাইককে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। রাস্তায় লুটিয়ে পড়েন সকলে। স্থানীয়রাই উদ্ধার করে আহত তিনজনকে নিয়ে আসেন অশোকনগর সব্দালপুর গ্রামীণ হাসপাতালে।

আরও পড়ুন: রোজ চা ছাঁকছেন, ছাঁকনির জমা ময়লাতেই জীবানুদের বাসা! ২ মিনিটে কালো ছাঁকনি হবে পরিষ্কার, ৫ উপায়ে মুশকিল আসান

advertisement

দুর্ঘটনায় আহতদের মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে আহত দুই পরীক্ষার্থীর চিকিৎসা চলছে গ্রামীণ হাসপাতালেই। তাদের কোমর ও হাতে চোট লেগেছে। তবে ছাত্রীরা পরীক্ষা দিতে পারবেনা জেনেই, স্থানীয় প্রশাসনের উদ্যোগে এরপর তড়িঘড়ি হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয় ওই আহত দুই ছাত্রীর।

View More

advertisement

তাদের বাড়ি অশোকনগর দাতারী মণ্ডল হাট এলাকায় বলে জানা গিয়েছে। তারা গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গিয়েছে। কিছু দূরে রাজিবপুর এ ভি স্কুলে এদিন মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়েছিল তাদের। প্রশাসনের এমন উদ্যোগে ছাত্রীরা পরীক্ষা দিতে পারায় খুশি পরিবার পরিজনেরাও।

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Examination 2025: হাসপাতালের বেডে শুয়েই মাধ্যমিক ২ ছাত্রীর! কী হয়েছিল রাস্তায়? জানলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল