আরও পড়ুনঃ ইতিহাস পরীক্ষার দিনেও ফের ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র, পরীক্ষা বাতিল ৩ জনের
পোস্টারে অভিযোগ করা হয়েছে, দুটি রুমে আলাদা করে বসানো হয়েছে দুই ছাত্রীকে। সেখানে শিক্ষকরা দুই ছাত্রীকে প্রশ্নের উত্তর বলে দিয়েছেন। একজন ছাত্রী আবার ওই স্কুলেরই শিক্ষকের মেয়ে। এমন অভিযোগ তুলে স্কুল চত্বরে পড়েছে পোস্টার। পোস্টারের নিচে লেখা রয়েছে অভিভাবক অভিভাবিকা বিষয়টি নিয়ে তমলুক শহরে শুরু হয়েছে চর্চা। ঘটনা নিয়ে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারুর।
advertisement
শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এ বারের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে নিরাপত্তা নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নপত্রের উপরেই কোডের ব্যবহার করা হয়েছে। যে কোডের মাধ্যমে পরীক্ষার্থীদের চিহ্নিত করা যাবে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। প্রশ্নপত্রের প্রত্যেকটি পাতায় এই কোডের ব্যবহার করেছে মধ্যশিক্ষা পর্ষদ।