শুধু তাই নয়, সেই সময় পরীক্ষার ঘরে যারা দায়িত্বরত শিক্ষক থাকবেন তাদের এই কোড নম্বরটি লেখা নাও বাধ্যতামূলক হবে বলেই পর্ষদের তরফে দেওয়া গাইডলাইনে উল্লেখ করা হয়েছে বলেই পর্ষদ সূত্রে খবর। মধ্যশিক্ষা পর্ষদের তরফে দেওয়া গাইডলাইনে বলা হয়েছে যে, অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়া সত্ত্বেও অ্যাটেনডেন্স সিটে তাকে অনুপস্থিত দেখানো হয়।
advertisement
শুধু তাই নয়, এমনও দেখা যায় যে কোনও বিষয়ে পরীক্ষা দেওয়া সত্ত্বেও অ্যাটেনডেন্স সিটে স্বাক্ষর না করানোর জন্য তাকে অ্যাবসেন্ট করে দেওয়া হয়। আর এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে তার জন্য বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলাগুলিকে ,পর্ষদ সূত্রে তেমনটাই খবর।
তবে এক্ষেত্রে যদি কোনও ভুল হয় তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার ঘরে যিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক থাকবেন তার বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হবে বলেও পর্ষদ গাইডলাইনে জানিয়েছে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, শুক্রবারই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘প্রশ্নপত্রর বিভিন্ন জায়গাতেই কোড ব্যবহার করা হবে। কেউ কোনও জায়গা থেকে মোবাইলে ছবি তুললেই সঙ্গে সঙ্গে সেই কোড নজরে আসবে। কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্রের ছবি তোলা হয়েছে তা সঙ্গে সঙ্গেই চিহ্নিত করা যাবে।’এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারির ২ তারিখ থেকে। শেষ হচ্ছে ১২ ফেব্রুয়ারি। গতবারের তুলনায় অনেকটাই এগিয়ে আনা হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই জেলায় জেলায় বৈঠক করাও শুরু করেছে পর্ষদ।