জানা গিয়েছে, অসুস্থ হয়ে যাওয়া ওই ছাত্রীর নাম মামনি খাতুন। মামনি সুলতানপুর হাই স্কুলের ছাত্রী এবং তার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল বৈদ্যপূর আর কে বিদ্যাপীঠে।এদিন ইতিহাস পরীক্ষা শুরু হওয়ার মুহূর্তেই হঠাৎই তার অসহ্য পেটে যন্ত্রণা অনুভূত হয়। এবং তখন থেকে মামনি ব্যাপক অসুস্থ হয়ে পড়ে।
আরও পড়ুন: ডান দিকের ব্রেন অক্ষম, এক হাত অকেজো, হার্টে… ৭০% শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই মাধ্যমিকে ছাত্রী!
advertisement
এই প্রসঙ্গে অ্যাডিকশনাল ভেনু সুপারভাইজার দেবাশীষ কোনার বলেন ,” আসলে সে সুলতানপুর স্কুলের ছাত্রী বৈদ্যপুরে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল। ছাত্রী বলে তার পেটে যন্ত্রণা হচ্ছে। আমাদের ওখানে যিনি মেডিকেল অফিসার ছিলেন তিনিও দেখেছিলেন । ছাত্রীটির দুবার বমিও হয়। তারপর সেই ছাত্রীকে বৈদ্যপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । বৈদ্যপুর স্বাস্থ্যকেন্দ্রে কিছুক্ষণ থাকার পর ওখান থেকে কালনা মহকুমা হাসপাতালে রেফার করা হয়।”
পরবর্তীতে মামনি খাতুনকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তার পেটে যন্ত্রণা কিছুটা স্বাভাবিক হয়। এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পর্ষদের পক্ষ থেকে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয় ছাত্রীটির জন্য।
প্রায় সকল মাধ্যমিক পরীক্ষার্থী যখন নিজ নিজ কেন্দ্রে বসে পরীক্ষা দিচ্ছে , ঠিক সেই মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল পূর্ব বর্ধমান জেলার মামনি খাতুন ।
বনোয়ারীলাল চৌধুরী






