আরও পড়ুন: ১৫ হাজার পরীক্ষার্থী বাড়ল বাঁকুড়ায়, ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা অনেকটাই বেশি
পরীক্ষার্থীদের যাতায়াতের পথে হাতি যাতে চলে না আসে তার জন্য বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের গোটা এলাকায় বন দফতরের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ মাধ্যমিকের প্রথম দিনই বাঁকুড়ার বড়জোড়ায় হাতির হামলায় আহত হলেন গৌতম মণ্ডল (৫৪) নামে এক ব্যক্তি। বন দফতরের কঠিন সুরক্ষার বেড়াজাল ভেঙে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতের আক্রমণের শিকার হন গৌতম মণ্ডল। ফোন করে সাহায্য চান স্থানীয় বাসিন্দা প্রকাশ মণ্ডলের কাছে। খবর পেয়ে ছুটে এসে গৌতমবাবুকে তিনি উদ্ধার করেন।
উদ্ধারকারী প্রকাশ মণ্ডল জানান, জঙ্গল লাগোয়া রাস্তা দিয়ে প্রাতঃভ্রমণ করার সময় আচমকাই ওই ব্যক্তি হাতির সামনে পড়ে গিয়েছিলেন। একটি হাতি তাঁকে পেছন থেকে শুঁড় দিয়ে ধাক্কা দিতে দিতে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর ১০-১৫ ফুট দূরে নিয়ে গিয়ে ছুড়ে ফেলে দেয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
হাতির আক্রমণে গৌতাম মণ্ডলের পায়ে গুরুতর আঘাত লেগেছে। পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। মাধ্যমিক পরীক্ষার মধ্যে এই ঘটনা ঘটায় প্রবল আতঙ্কে বড়জোরার পরীক্ষার্থীরা।
নীলাঞ্জন ব্যানার্জী