মাধ্যমিক টেস্ট পরীক্ষার পর অনেকটাই সময় থাকে হাতে। সেই সময়টাকে কাজে লাগিয়ে পরীক্ষার প্রস্তুতি অনেকটাই এগিয়ে রাখতে পারে ছাত্র ছাত্রীরা। পড়াশোনা এবং প্র্যাকটিস এই দুটির মাত্রা অন্য পর্যায়ে নিয়ে যেতে ছাত্র ছাত্রীদের অবশ্যই লিখে লিখে প্র্যাক্টিস করতে হবে। লিখে প্র্যাক্টিস করলেও ছোটখাটো ভুল গুলি চোখে পড়বে এবং শুধরে নেওয়া সহজ হয়ে যাবে।
advertisement
আরও পড়ুন: যা ভাবছিলেন, তা নয়! বাংলার আবহাওয়ায় এবার বিরাট পরিবর্তন! ফের শীতের স্পেল?
লিখে প্র্যাক্টিস করার গুরুত্ব অনস্বীকার্য এমনটাই জানালেন বাঁকুড়া জেলা স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক গণেশ ভান্ডারি। এরপর ২ নম্বর এবং ৩ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে গেলে যথাযথ পয়েন্ট করে উত্তর লিখতে হবে। ২ নম্বরের প্রশ্নে ২ টি পয়েন্ট এবং ৩ নম্বরের প্রশ্নে ৩ টি পয়েন্ট লিখতে হবে। যেসব ৫ নম্বরের প্রশ্ন ২ এবং ৩ নম্বরে বিভক্ত থাকে তার উত্তরও পয়েন্ট করে লিখতে হবে। এই পুরোটাই রপ্ত করতে হলে ছাত্র ছাত্রীদের লিখে অনুশীলন করতে হবে।
আরও পড়ুন: এগরোল ভালবাসেন? কলকাতার সেরা এগরোল কোথায়, রইল ৫ ঠিকানা! তৃতীয় নামটিই চমক
বিশেষ দ্রষ্টব্য
১) টেস্টের পরের সময়টা প্র্যাক্টিস করে প্রস্তুতি নিতে হবে।
২) যতটা সম্ভব লিখে প্র্যাক্টিস করতে হবে।
৩) ২ ও ৩ নম্বরের প্রশ্ন লিখে প্র্যাক্টিস করতে হবে।
8) ২ নম্বরে ২টি এবং ৩ নম্বরে ৩ টি যথাযথ পয়েন্ট লিখতে হবে।