Kolkata Egg Roll: এগরোল ভালবাসেন? কলকাতার সেরা এগরোল কোথায়, রইল ৫ ঠিকানা! তৃতীয় নামটিই চমক

Last Updated:
Kolkata Egg Roll: কলকাতার কোথায় কোথায় সবথেকে ভাল এগরোল পাওয়া যায়। হয়ত অনেক নামই তার মধ্যে আপনার চেনা, কিন্তু বেশ কিছু নামে আবার চমকেও যেতে পারেন।
1/6
কলকাতা মানেই খাবারের শহর, এ শহরের খাবার নিয়ে আগ্রহ নেই, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সবচেয়ে বড় কথা, কলকাতাই এমন এক শহর, যেখানে আপনি কম টাকায় পেটপুরে খেতে পারেন। আর সেই সূত্রেই আজ আপনাদের জানাব, কলকাতার কোথায় কোথায় সবথেকে ভাল এগরোল পাওয়া যায়। হয়ত অনেক নামই তার মধ্যে আপনার চেনা, কিন্তু বেশ কিছু নামে আবার চমকেও যেতে পারেন।
কলকাতা মানেই খাবারের শহর, এ শহরের খাবার নিয়ে আগ্রহ নেই, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সবচেয়ে বড় কথা, কলকাতাই এমন এক শহর, যেখানে আপনি কম টাকায় পেটপুরে খেতে পারেন। আর সেই সূত্রেই আজ আপনাদের জানাব, কলকাতার কোথায় কোথায় সবথেকে ভাল এগরোল পাওয়া যায়। হয়ত অনেক নামই তার মধ্যে আপনার চেনা, কিন্তু বেশ কিছু নামে আবার চমকেও যেতে পারেন।
advertisement
2/6
কলকাতার আদি পাড়া পার্ক স্ট্রিটের বুকে বিখ্যাত দোকান কুসুম রোলস। পার্কস্ট্রিটে মেট্রোর কাছেই এই রোলের দোকানে সব সময় ভিড়। তাই পার্ক স্ট্রিট গেলে এখান থেকে এগ রোল খেতে একদম ভুলে যাবেন না। হলফ করে বলা যায়, একবার খেলে আবার খেতে আসবেন কুসুম রোলস।
কলকাতার আদি পাড়া পার্ক স্ট্রিটের বুকে বিখ্যাত দোকান কুসুম রোলস। পার্কস্ট্রিটে মেট্রোর কাছেই এই রোলের দোকানে সব সময় ভিড়। তাই পার্ক স্ট্রিট গেলে এখান থেকে এগ রোল খেতে একদম ভুলে যাবেন না। হলফ করে বলা যায়, একবার খেলে আবার খেতে আসবেন কুসুম রোলস।
advertisement
3/6
কলকাতায় বহু পুরনো এই দোকান। ধর্মতলা নিউ মার্কেট চত্বরে গেলে ঢুঁ মারতে ভুলবেন না নিজামসে। এখানকার এগরোল রীতিমতো বিশ্ব বিখ্যাত। কলকাতার কাঠি রোলের জনক হিসেবে পরিচিত নিজাম। একবার খেলে তাই বারবার ফিরে আসবেন নিজামে। দোকানের পথ চলা শুরু ১৯৩০ সালে। এগ রোলের পাশাপাশি আরও নানা রোল পাবেন এখানে।
কলকাতায় বহু পুরনো এই দোকান। ধর্মতলা নিউ মার্কেট চত্বরে গেলে ঢুঁ মারতে ভুলবেন না নিজামসে। এখানকার এগরোল রীতিমতো বিশ্ব বিখ্যাত। কলকাতার কাঠি রোলের জনক হিসেবে পরিচিত নিজাম। একবার খেলে তাই বারবার ফিরে আসবেন নিজামে। দোকানের পথ চলা শুরু ১৯৩০ সালে। এগ রোলের পাশাপাশি আরও নানা রোল পাবেন এখানে।
advertisement
4/6
নিউমার্কেটেই এগ রোলের জন্য আরেক ল্যান্ডমার্ক হেরিটেজ কার্কো। এখানে আপনাকে খেতে হবে কাঠি রোল। এখানকার বিশেষত্ব ডবল এগ চিকেন রোল। একবার খেলে, মুখে লেগে থাকবে নিশ্চিত।
নিউমার্কেটেই এগ রোলের জন্য আরেক ল্যান্ডমার্ক হেরিটেজ কার্কো। এখানে আপনাকে খেতে হবে কাঠি রোল। এখানকার বিশেষত্ব ডবল এগ চিকেন রোল। একবার খেলে, মুখে লেগে থাকবে নিশ্চিত।
advertisement
5/6
পার্ক সার্কাসের জিশান। এখানকার মেন রোল এবং মাটন বটিরোলের জন্য ভিড় সবসময় লেগেই থাকে। তাই হাতে একটু সময় নিয়ে যাওয়া ভাল। এছাড়াও জিশানের মোগলাই খাবার, বিরিয়ানিও বিখ্যাত।
পার্ক সার্কাসের জিশান। এখানকার মেন রোল এবং মাটন বটিরোলের জন্য ভিড় সবসময় লেগেই থাকে। তাই হাতে একটু সময় নিয়ে যাওয়া ভাল। এছাড়াও জিশানের মোগলাই খাবার, বিরিয়ানিও বিখ্যাত।
advertisement
6/6
বালিগঞ্জের বুকে এগ রোলের আরেক অতি পরিচিত দোকান ক্যাম্পারি। এখানে চিকেন মাটন দু’রকমের রোলই পাওয়া যায়। স্বাদ যেমন, তেমনই দামও অত্যন্ত কম এখানকার রোলের।
বালিগঞ্জের বুকে এগ রোলের আরেক অতি পরিচিত দোকান ক্যাম্পারি। এখানে চিকেন মাটন দু’রকমের রোলই পাওয়া যায়। স্বাদ যেমন, তেমনই দামও অত্যন্ত কম এখানকার রোলের।
advertisement
advertisement
advertisement